ফরাক্কায় শিশুকন্যাকে শ্বাসরোধ করে ধর্ষণ, খুনের বিচার ৬২ দিনে! হবে ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Farakka Minor girl murder case Justice: ৬২ দিনের মাথায় রায়দান হতেই খুশি মৃতের পরিবারের সদস্যরা। অভিযুক্ত দীনবন্ধু হালদারকে ফাঁসির নির্দেশ এবং শুভজিৎ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
কেদার প্রামাণিক, রঘুনাথগঞ্জ: ফরাক্কাতে ফুল তুলতে গিয়ে ধর্ষণ করে খুন করা হয় নাবালিকাকে। সেই ঘটনায় শুক্রবার জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক একজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল। ৬২ দিনের মাথায় রায়দান হতেই খুশি মৃতের পরিবারের সদস্যরা। অভিযুক্ত দীনবন্ধু হালদারকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে এবং শুভজিৎ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
১৩ অক্টোবর, বিজয়া দশমী। ওই দিনই ঘটেছিল এই নারকীয় ঘটনা। জঙ্গিপুর পুলিশ জেলার ফরাক্কা থানা এলাকায় দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে দীনবন্ধু হালদার (৪৬) এবং শুভজিৎ হালদারের (২৩) বিরুদ্ধে। তদন্তে জানা যায়, ফুল দেওয়ার নাম করে মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যায় দীনবন্ধু। সেখানে সে এবং শুভজিৎ মিলে নির্মম যৌন নির্যাতন চালায় মেয়েটির উপর। তার পর শ্বাসরোধ করে খুন করে নাবালিকাকে। সেই ঘটনারই তদন্ত শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায়। জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায়ের নেতৃত্বে গঠিত হয় স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। ১৫ অক্টোবর গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। যাবতীয় তথ্যপ্রমাণ একত্রিত করে মাত্র ২১ দিনের মধ্যে আদালতে জমা দেওয়া হয় চার্জশিট। তার পরে, বৃহস্পতিবার ঘটনার ঠিক ৬২ দিনের মাথায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক।
advertisement
advertisement
আরও পড়ুন- সস্তার এই ‘পাতা’র হাজার গুণ! মোমের মতো চর্বি গলে, পালায় ক্যানসার! দূরে থাকে ‘স্ট্রেস’
ঘটনায় বিচারব্যবস্থা ও রাজ্যপুলিশের তৎপরতাকে প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বলেছেন, “প্রত্যেক ধর্ষকের এমন কঠোর সাজাই প্রাপ্য।”
Barely a week ago, @WBPolice and our justice system secured capital punishment within just 62 days for the perpetrator of a brutal rape-murder of a minor in Joynagar. Today, death penalty has been awarded to one of two accused in the heinous rape-murder of yet another minor in…
— Mamata Banerjee (@MamataOfficial) December 13, 2024
advertisement
শুক্রবার সাজা ঘোষণা করা হয়েছে। এত দ্রুত ও তৎপর তদন্ত এবং সেই সঙ্গেই নাতিদীর্ঘ বিচার শেষে সাজা ঘোষণা—ভারতীয় বিচারব্যবস্থায় বিরলই বলা চলে। এর আগে সারা দেশেই এই ধরনের বহু মামলার দীর্ঘসূত্রিতা বারবার সমালোচনার মুখে পড়েছে। এমনকি গোটা দেশকে নাড়িয়ে দেওয়া নির্ভয়া কাণ্ডের সময়েও ‘তারিখ পে তারিখ’ ঘোষণার ক্ষোভ মানুষের মুখে মুখে ঘুরত। তবে এত দ্রুত এই রায়দান পেতেই খুশি সকলেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2024 5:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফরাক্কায় শিশুকন্যাকে শ্বাসরোধ করে ধর্ষণ, খুনের বিচার ৬২ দিনে! হবে ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড