Lottery News: লটারির টিকিট কাটলেও কেউ পাবেন না পুরস্কার! বর্ধমানে বিরাট জালিয়াতির পর্দাফাঁস, ধৃত ১
- Reported by:Saradindu Ghosh
- Published by:Debamoy Ghosh
Last Updated:
পূর্ব বর্ধমানের রায়না বাসস্ট্যান্ডে এক লটারির দোকানে হানা দিল সিআইডি। সেই অভিযানে প্রচুর সংখ্যক জাল লটারির টিকিট সহ এক জনকে গ্রেফতার করা হয়েছে।
হাড়ভাঙা পরিশ্রমের পরও আর্থিক অনটন থেকে মুক্তি মিলছে না? রাতারাতি কোটিপতি হতে প্রতিদিন লটারির টিকিট কাটছেন? আপনি পূর্ব বর্ধমানের বাসিন্দা হলে সাবধান হন এখনই। ভাগ্য ফেরাতে লটারির টিকিট কাটবেন, কিন্তু কোনও পুরস্কার পাবেন না আপনি। কারণ এই জেলায় জাল লটারির টিকিট ছেয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই জাল লটারির টিকিট বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। কোন জেলায় এমন ঘটনা ঘটলো জানেন?
পূর্ব বর্ধমানের রায়না বাসস্ট্যান্ডে এক লটারির দোকানে হানা দিল সিআইডি। সেই অভিযানে প্রচুর সংখ্যক জাল লটারির টিকিট সহ এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান আদালতে তোলা হয়। ধৃতের নাম রাজকুমার ঢালি ওরফে রাজু। অভিযুক্ত লটারি বিক্রেতা মাসের পর মাস ধরে জাল লটারির টিকিট বিক্রি করছিল বলে অভিযোগ।
সিআইডি ধৃতকে রায়না থানার হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি হাওড়ার জগৎবল্লভপুরে। ইদানিং সে রায়না বাসস্ট্যান্ড চত্বরে বসবাসের পাশাপাশি লটারির টিকিট বিক্রি করতো। সে জাল টিকিট আমদানি ও বিক্রির সঙ্গে যুক্ত বলে গোপন সূত্রে খবর পায় সিআইডি। সেই খবরের ভিত্তিতেই অভিযান চলে। তার কাছ থেকে ভুটান লটারির প্রচুর জাল টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
advertisement
রায়না থানার পুলিশ এখন এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। জেলা পুলিশের এক আধিকারিক জানান, এই জাল টিকিট কিভাবে জেলায় আসছিল তা জানার চেষ্টা চালানো হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তাও তদন্তে খতিয়ে দেখা হবে। তদন্তের প্রয়োজনে আদালতের কাছে ধৃতকে তিনদিন হেফাজতে চাওয়া হয়েছে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে বিস্তারিত জেরা করা হবে।
advertisement
প্রতিদিনই রায়না বাসস্ট্যান্ডে আশপাশের কৃষিজীবী বাসিন্দারা আসেন। অনেকে লটারির টিকিট কাটেন। দিনের পর দিন জাল লটারির টিকিট বিক্রি করার মধ্য দিয়ে প্রতারণা করা হচ্ছিল জেনে তাজ্জব তারা। তাঁরা বলছেন, এই কারবারের সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 05, 2025 12:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery News: লটারির টিকিট কাটলেও কেউ পাবেন না পুরস্কার! বর্ধমানে বিরাট জালিয়াতির পর্দাফাঁস, ধৃত ১






