Fake Gold Coins: অতি লোভে তাঁতি নষ্ট! লোভে পড়ে 'সোনার মুদ্রা' কিনতে গুজরাট থেকে হাওড়ায়... সর্বস্বান্ত হয়ে কপাল চাপড়াচ্ছেন ব্যবসায়ী

Last Updated:

ঘড়া ভর্তি সোনার কয়েন কিনতে ২৫ লক্ষ টাকা নিয়ে গুজরাট থেকে হাওড়ায় হাজির হন ব্যবসায়ী। তারপর যা হল

+
হাওড়া

হাওড়া থেকে উদ্ধার কয়েকশো নকল সোনার মুদ্রা

হাওড়া, রাকেশ মাইতিঃ পিতলের ঘড়া ভর্তি সোনার কয়েন বিক্রির নাম করে প্রতারণার ছক হাওড়ায়! কম দামে সোনার কয়েন বিক্রির পাতা ফাঁদে পা দিয়ে কয়েক লক্ষ টাকা খোয়ালেন গুজরাটের এক ব্যক্তি।
ঘড়া ভর্তি সোনার কয়েনের একটি পরীক্ষা করে ওই ব্যক্তি বোঝেন তা আসল। তাই ওই ঘড়া ভর্তি কয়েন কিনতে একসঙ্গে ২৫ লক্ষ টাকা নিয়ে গুজরাট থেকে এ রাজ্যে হাজির হন তিনি। হাওড়ায় পা রাখার পর তাঁকে হাওড়া-আমতা শাখার মহেন্দ্রলাল দত্ত রেল স্টেশনে আনা হয়। নির্জন সেই স্টেশনে যাওয়ার মুহূর্ত পর্যন্তও বুঝতে পারেননি, তিনি প্রতারণার শিকার হতে চলেছেন। অস্ত্রের ভয় দেখিয়ে ওই ব্যক্তির কাছ থেকে সমস্ত টাকা ছিনিয়ে নেয় প্রতারকের দল। ঘটনার তদন্ত করে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ উদ্ধার করেছে নগদ ২১ লক্ষ টাকা-সহ ৬০০-৭০০ নকল সোনার কয়েন। নকল সোনার মুদ্রা তৈরির বেশ কিছু সরঞ্জামের সঙ্গে তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ মেজাজ হারিয়ে ভ্যানচালককে সপাটে চড়! মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু, হাওড়ায় চাঞ্চল্য
সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে প্রতারিত করার লক্ষ্যে নতুন নতুন পথ অবলম্বন করে চলেছে প্রতারকেরা। প্রতারণার এবার নতুন কৌশল হাওড়ায়। মাটির নীচ থেকে পিতলের ঘড়া ভর্তি স্বর্ণমুদ্রা উদ্ধার। সেই মুদ্রা কম দামে কেনার লোভ দেখিয়ে প্রতারণার ছক কষেন প্রতারকের দল। আর সেই ফাঁদে পা দেন সুদূর গুজরাটের মোহম্মদ ইয়াসিন হানিফ মেনন। পরিযায়ী শ্রমিক হিসাবে প্রতারকদের একজন গুজরাটে কাজে গিয়ে আলাপ হয় ব্যবসায়ী মোহম্মদ ইয়াসিন হানিফ মেননের সঙ্গে। সেই আলাপের সুযোগ নিয়েই প্রতারণার ছক।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বছর শেষের রাতে খুন হন বেলুড়ের অজয়, ১০ বছর পর অভিযুক্তদের ‘যোগ্য’ সাজা শোনাল হাওড়া আদালত
ঘটনাটি ঘটে ৬ জুলাই। প্রতারকদের কাছ থেকে নিজে টাকা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে গত ৩১ জুলাই ওই ব্যবসায়ী হাওড়া গ্রামীণ জেলা পুলিশের জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে, শেখ রিজুয়ান, শেখ ওয়াসিম আক্রম এবং শেখ আলী হোসেন তিন জনকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শেখ ওয়াসিম আক্রমের বাড়ি হাওড়ার পাঁচলার অন্তর্গত জুজারসাহা গ্রামে। শেখ রিজুয়ান ও আলী হোসেনের বাড়ি হুগলির জাঙ্গিপাড়ায়। পুলিশ অভিযান চালিয়ে আরও উদ্ধার করেছে ২১ লক্ষ টাকা, কয়েন তৈরির সরঞ্জাম, একটি পিতলের পাত্র এবং বেশ কিছু সরঞ্জাম। সেই সঙ্গে দুটি আধার কার্ড, ড্রাইভারি লাইসেন্স এবং কয়েকটি বাইকের নম্বরও উদ্ধার হয়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fake Gold Coins: অতি লোভে তাঁতি নষ্ট! লোভে পড়ে 'সোনার মুদ্রা' কিনতে গুজরাট থেকে হাওড়ায়... সর্বস্বান্ত হয়ে কপাল চাপড়াচ্ছেন ব্যবসায়ী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement