বছর শেষের রাতে খুন হন বেলুড়ের অজয়, ১০ বছর পর অভিযুক্তদের 'যোগ্য' সাজা শোনাল হাওড়া আদালত
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
২০১৪ সালের ৩১ ডিসেম্বর রাতে গুলি করে ও কুপিয়ে খুন হন বেলুড়ের অজয় সাউ।
হাওড়া, সন্তু মল্লিকঃ বেলুড়ে গুলি করে ও কুপিয়ে খুনের সাড়ে ১০ বছর পর হাওড়া আদালতে যাবজ্জীবন সাজা হল ৩ জন অভিযুক্তের। বেলুড়ে মিষ্টির দোকান থেকে টেনে বের করে প্রথমে গুলি করে তার পর কুপিয়ে খুনের ঘটনার এক দশক কেটে গিয়েছে। অবশেষে অভিযুক্তদের যোগ্য শাস্তি শোনাল আদালত। ৩ অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে হাওড়া আদালতে।
বুধবার হাওড়া আদালতের বিচারক দেবশ্রী লাহিড়ী তিন জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। তিন জন সাজাপ্রাপ্ত হলেন ফারুক শেখ, শেখ সাহাজাদা ও ভোলা চট্টোপাধ্যায়। ভারতীয় দণ্ডবিধির অধীনে ৩০২ ধারায় খুন এবং অস্ত্র আইনের ২৫ ও ২৭ নম্বর ধারায় যাবজ্জীবন সাজা ঘোষণা করেছেন বিচারক।
আরও পড়ুনঃ স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান? এই জিনিস কিনে অথবা বানিয়ে বিক্রি করুণ, লাভের মুখ দেখা থেকে কেউ আটকাতে পারবে না
জানা গিয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর রাতে অজয় সাউ নামে এক ব্যক্তিকে বেলুড়ের গিরিশ ঘোষ রোডের একটি মিষ্টির দোকান থেকে টেনে হিঁচড়ে বের করে প্রথমে গুলি করা হয়। তার পর মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে কুপিয়ে অজয়কে খুন করে ওই তিন অভিযুক্ত। ঘটনাস্থলেই অজয় সাউয়ের মৃত্যু হয়। ঘটনার পরই বেলুড় থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্তরা গ্রেফতার হয়। হাওড়া আদালতে শুরু হয় মামলা। অবশেষে বুধবার সাজা শোনালো আদালত।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 7:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বছর শেষের রাতে খুন হন বেলুড়ের অজয়, ১০ বছর পর অভিযুক্তদের 'যোগ্য' সাজা শোনাল হাওড়া আদালত