জেলা জুড়ে এসব হচ্ছেটা কী? ফের 'জাল' আধারকার্ড চক্রের হদিশ! এবার পুলিশের জালে 'হাতেনাতে' ধরা পড়ল ৬

Last Updated:

জাল আধার কার্ড তৈরির অভিযোগে রানিনগর, সাগরপাড়া এবং জলঙ্গি থানা এলাকা থেকে ওই ৬ জনকে গ্রেফতার করে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ।

ফের জাল আধারকার্ড চক্রের হদিশ 
ফের জাল আধারকার্ড চক্রের হদিশ 
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: ভরতপুরের পর এবার রানিনগর। ফের জাল আধারকার্ড চক্রের হদিশ পেল পুলিশ। ধরা পড়ল ৬জন। জাল আধারকার্ড চক্র কি সক্রিয় মুর্শিদাবাদে? চিন্তায়  পুলিশ।
বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভুয়ো আধার কার্ড তৈরির একাধিক চক্র রয়েছে। বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে ঢুকে এইসব চক্রের কাছ থেকে ভুয়ো আধার কার্ড তৈরি করছে বলে অভিযোগ। বেশ কিছুদিন ধরেই এইসব অভিযোগ উঠছিল। এবার মুর্শিদাবাদে বাংলাদেশ সীমান্তে এক ভুয়ো আধার কার্ড তৈরির চক্রের হদিশ পেল পুলিশ। গ্রেফতার করা হল ৬ জনকে। উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে ভুয়ো আধার কার্ড। জাল আধার কার্ড তৈরির অভিযোগে রানিনগর, সাগরপাড়া এবং জলঙ্গি থানা এলাকা থেকে ওই ৬ জনকে গ্রেফতার করে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ।
advertisement
রানিনগর থানা এলাকা থেকে আবু সুফিয়ান, রফিকুল ইসলাম ও জামালউদ্দিন শেখ নামে তিনজনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে পুরনো একটি মামলায় গাফফার আলিকে জিজ্ঞাসাবাদ করে সাব্বির আহমেদ নামে একজনকে গ্রেফতার করা হয়। এরপর চলতি মাসের ৭ তারিখ জলঙ্গি থানা এলাকা থেকে মাহাবুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে পাঁচটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার মেশিন, পাঁচটি রেটিনা স্ক্যানিং মেশিন, তিনটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন, একটি রাবার তৈরি ফিঙ্গারপ্রিন্ট মেশিন, একটি ওয়েব ক্যামেরা উদ্ধার হয়। এছাড়া প্রচুর জাল আধার কার্ড উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেলা জুড়ে এসব হচ্ছেটা কী? ফের 'জাল' আধারকার্ড চক্রের হদিশ! এবার পুলিশের জালে 'হাতেনাতে' ধরা পড়ল ৬
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement