জেলা জুড়ে এসব হচ্ছেটা কী? ফের 'জাল' আধারকার্ড চক্রের হদিশ! এবার পুলিশের জালে 'হাতেনাতে' ধরা পড়ল ৬
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
জাল আধার কার্ড তৈরির অভিযোগে রানিনগর, সাগরপাড়া এবং জলঙ্গি থানা এলাকা থেকে ওই ৬ জনকে গ্রেফতার করে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ।
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: ভরতপুরের পর এবার রানিনগর। ফের জাল আধারকার্ড চক্রের হদিশ পেল পুলিশ। ধরা পড়ল ৬জন। জাল আধারকার্ড চক্র কি সক্রিয় মুর্শিদাবাদে? চিন্তায় পুলিশ।
বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভুয়ো আধার কার্ড তৈরির একাধিক চক্র রয়েছে। বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে ঢুকে এইসব চক্রের কাছ থেকে ভুয়ো আধার কার্ড তৈরি করছে বলে অভিযোগ। বেশ কিছুদিন ধরেই এইসব অভিযোগ উঠছিল। এবার মুর্শিদাবাদে বাংলাদেশ সীমান্তে এক ভুয়ো আধার কার্ড তৈরির চক্রের হদিশ পেল পুলিশ। গ্রেফতার করা হল ৬ জনকে। উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে ভুয়ো আধার কার্ড। জাল আধার কার্ড তৈরির অভিযোগে রানিনগর, সাগরপাড়া এবং জলঙ্গি থানা এলাকা থেকে ওই ৬ জনকে গ্রেফতার করে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ।
advertisement
আরও পড়ুন: রেলকর্মী ধরলেন মহিলাকে, ‘আপনার ব্যাগে এটা কী?’ লজ্জায় মাথা কাটা যাত্রীর হাউ হাউ কান্না, কেন?
advertisement
রানিনগর থানা এলাকা থেকে আবু সুফিয়ান, রফিকুল ইসলাম ও জামালউদ্দিন শেখ নামে তিনজনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে পুরনো একটি মামলায় গাফফার আলিকে জিজ্ঞাসাবাদ করে সাব্বির আহমেদ নামে একজনকে গ্রেফতার করা হয়। এরপর চলতি মাসের ৭ তারিখ জলঙ্গি থানা এলাকা থেকে মাহাবুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে পাঁচটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার মেশিন, পাঁচটি রেটিনা স্ক্যানিং মেশিন, তিনটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন, একটি রাবার তৈরি ফিঙ্গারপ্রিন্ট মেশিন, একটি ওয়েব ক্যামেরা উদ্ধার হয়। এছাড়া প্রচুর জাল আধার কার্ড উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 5:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেলা জুড়ে এসব হচ্ছেটা কী? ফের 'জাল' আধারকার্ড চক্রের হদিশ! এবার পুলিশের জালে 'হাতেনাতে' ধরা পড়ল ৬