Facebook Addiction: 'বউ সারাদিন ফেসবুক করে', আপত্তি জানাতেই শাশুড়ির রুদ্রমূর্তি! রক্তে ভিজে জামাই পৌঁছল হাসপাতাল, পাড়া-পড়শিরা হতবাক
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Facebook Addiction: বউয়ের অত্যধিক ফেসবুক ব্যবহারে আপত্তি তোলেন স্বামী, আর সেই নিয়েই শুরু হয় অশান্তি। শেষ পর্যন্ত শাশুড়ির হাতে মাথা ফাটল জামাইয়ের, এমনই বিস্ফোরক অভিযোগ।
গুসকরা, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের ৯ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বউয়ের অত্যধিক ফেসবুক ব্যবহারে আপত্তি তোলেন স্বামী, আর সেই নিয়েই শুরু হয় অশান্তি। শেষ পর্যন্ত শাশুড়ির হাতে মাথা ফাটল জামাইয়ের, এমনই বিস্ফোরক অভিযোগ। ৩৫ বছরের আল্লারাখা শেখ, পেশায় ফেরিওয়ালা। আগে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। আল্লারাখার অভিযোগ, “বউ সারাদিন ফেসবুক করে, আমি বারণ করেছিলাম। আমি তিন মাস বাইরে ছিলাম, সেখানেই কাজ করতাম, প্রতি মাসে টাকা পাঠাতাম। ফিরে আসার পর থেকে দেখছি সারাদিন সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত। আমি বারে বারে না করার পরেও শুনছিল না, উলটে আমাকেই কটূক্তি করত।”
আল্লারাখা বলেন, “দু’মাস হল আমি বাড়ি ফিরেছি। আমার শাশুড়িরা আমার কাছে কিছু টাকা পেত, আমি মিটিয়ে দেব বলেছিলাম। কিন্তু আমি ফিরে যেন অপরাধ করেছি! এখন আমার স্ত্রী আমার সঙ্গে কোনও সম্পর্ক রাখছে না, এমনকি আমাকে ও আমার আত্মীয়দের হোয়াটসঅ্যাপ থেকেও ব্লক করেছে।” তাঁর আরও অভিযোগ, “সকালে আমার বউয়ের সঙ্গে যখন দেখা হয়, ওকে বলেছিলাম, ‘দু’মাস তো হয়ে গেল, এখন কী করবে?’ তখন সে জানায়, ‘তাঁর কিছু মত নেই।’ আমি বলেছিলাম, ‘যদি আমার ঘরে থাকতে চাও, তাহলে বউ হিসেবে থাকতে হবে, বাইরে কাজ করা চলবে না।’ এই কথা বলার পরই নামাজ পড়তে চলে যাই।
advertisement
আরও পড়ুনঃ ১ ডিসেম্বর থেকে টানা ৩ মাস দূরপাল্লার প্রচুর ট্রেন বাতিল! আপনার কোথাও যাওয়ার প্ল্যান নেই তো? দেখে নিন ক্যানসেল ট্রেনের তালিকা
আল্লারাখার দাবি, আমার বাড়ি এবং আমার শ্বশুরবাড়ি একদম কাছাকাছি। নামাজ পড়ে আসার পথে হঠাৎই বউ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। স্বামী-স্ত্রী মধ্যে কথা হতে হতে আচমকাই শাশুড়ি চলে আসে, শাবল দিয়ে মাথায় আঘাত করে। তখনই রক্ত ঝরতে শুরু করে, মাথায় চারটে সেলাই পড়েছে।” আল্লারাখার দাবি, তাঁকে কাটারি নিয়েও মারার চেষ্টা হয়। আল্লারাখার স্ত্রী শাবানা খাতুন একটি কম্পিউটার সেন্টারে কাজ করেন এবং ফেসবুকে প্রায়ই লাইভ করেন। তাঁর কথায়, ‘সব ঝামেলার মূলেই ফেসবুক।’
advertisement
advertisement
আরও পড়ুনঃ টিউশন থেকে ফিরে বাবা-মায়ের সঙ্গে ব্রেকফাস্ট, তারপর ঘরে চলে যায়! এরপর যা ঘটল কুলতলির পড়ুয়ার সঙ্গে…! অস্বাভাবিক ঘটনা
অন্যদিকে, স্ত্রী শাবানা খাতুনের পাল্টা অভিযোগ, “ফেসবুক করার জন্য আমাকে বারণ করেছিল, তাই মা ওকে মেরেছে এটা পুরোপুরি মিথ্যা কথা। আসল সমস্যা টাকার! ও আমার কাছ থেকে সোনাদানা আর লক্ষাধিক টাকা নিয়েছে। বলেছিল আমার নামে জায়গা কিনবে, কিন্তু সবটাই মিথ্যা। আজকে উল্টে আমার মা’কে গলা টিপে ধরেছিল। ওর মাথা আমি বা আমার মা ফাটাইনি, ও নিজেই সাইকেলের প্যাডেলে ঠুকে মাথা ফাটিয়েছে।” এই ঘটনায় গুসকরা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন আল্লারাখা শেখ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
October 11, 2025 12:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Facebook Addiction: 'বউ সারাদিন ফেসবুক করে', আপত্তি জানাতেই শাশুড়ির রুদ্রমূর্তি! রক্তে ভিজে জামাই পৌঁছল হাসপাতাল, পাড়া-পড়শিরা হতবাক