Kultali: টিউশন থেকে ফিরে বাবা-মায়ের সঙ্গে ব্রেকফাস্ট, তারপর ঘরে চলে যায়! এরপর যা ঘটল কুলতলির পড়ুয়ার সঙ্গে...! অস্বাভাবিক ঘটনা

Last Updated:

Kultali: কুলতলি থানার পশ্চিম দেবীপুর এলাকায় নেমে এল শোকের ছায়া। আত্মহননের পথ বেছে নিন বছর তেরোর স্কুল পড়ুয়া। মৃতা ছাত্রীর নাম রিয়া দাস, সে পড়াশোনা করত দেবীপুর এইচএম বিদ্যাপীঠের সপ্তম শ্রেণিতে।

কুলতলি থানা।
কুলতলি থানা।
কুলতলি: কুলতলি থানার পশ্চিম দেবীপুর এলাকায় নেমে এল শোকের ছায়া। আত্মহননের পথ বেছে নিন বছর তেরোর স্কুল পড়ুয়া। মৃতা ছাত্রীর নাম রিয়া দাস, সে পড়াশোনা করত দেবীপুর এইচএম বিদ্যাপীঠের সপ্তম শ্রেণিতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে টিউশন সেরে বাড়ি ফেরে রিয়া। এরপর স্বাভাবিক ভাবেই বাবার-মায়ের সঙ্গে বসে খাওয়াদাওয়া করে। তারপর নিজের ঘরে যায় বিশ্রাম নিতে। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও তার কোনও সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। ঘরের দরজা খুলতেই চোখে পড়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে রিয়া। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় নেমে আসে গভীর শোক, হতবাক প্রতিবেশীরা। কী এমন কারণ যে ছোট্ট মেয়েটি চরম সিদ্ধান্ত নিল, তা বুঝে উঠতে পারছেন না কেউই। আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। রিয়ার মৃত্যুকে ঘিরে পরিবারের পাশাপাশি স্কুলেও শোকের আবহ। শিক্ষক-বন্ধুরা কেউই মেনে নিতে পারছেন না তাঁর হঠাৎ চলে যাওয়া।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পোহা বা চিঁড়ের পোলাও বানালে শুষ্ক হয়ে যায়? প্রতিবার নরম, সুস্বাদু, আর্দ্র বানান ‘এই’ সহজ কৌশলে, শিখে নিন
পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মর্মান্তিক এই ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। রিয়ার মতো অল্পবয়সী ছাত্রীর এমন পরিণতি শুধুমাত্র তার পরিবারের নয়, সমাজকেও ফেলেছে প্রশ্নের মুখে, কেন এত কম বয়সেই ভেঙে পড়ছে আমাদের সন্তানরা? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এমন ঘটনা ঘটাতে পারে এই স্কুল পড়ুয়া, তা জানতে পরিবার এবং বন্ধুদের জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।
advertisement
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
অর্পণ মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kultali: টিউশন থেকে ফিরে বাবা-মায়ের সঙ্গে ব্রেকফাস্ট, তারপর ঘরে চলে যায়! এরপর যা ঘটল কুলতলির পড়ুয়ার সঙ্গে...! অস্বাভাবিক ঘটনা
Next Article
advertisement
Success Story: বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁরাই ১০০ কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন
বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁদেরই ১০০ কোটি টাকার ব্যবসা !
  • বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন

  • এখন তাঁদেরই ১০০ কোটির ব্যবসা !

  • জেনে নিন তাঁদের সাফল্যের কাহিনি

VIEW MORE
advertisement
advertisement