Murshidabad News : মুর্শিদাবাদে চাষের মাঠ থেকে তাজা বোমা উদ্ধার, এলাকা ঘিরে ফেলল পুলিশ বাহিনী! ঘটনাস্থলে বিশেষজ্ঞ দল

Last Updated:

Murshidabad News : বোমা উদ্ধারে চাঞ্চল্য বহরমপুরে। এলাকা ঘিরে রাখল পুলিশ। মুর্শিদাবাদের হাতিনগর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

এলাকা ঘিরে ফেলেছে পুলিশ।
এলাকা ঘিরে ফেলেছে পুলিশ।
মুর্শিদাবাদ, প্রণব ব্যানার্জি : বোমা উদ্ধারে চাঞ্চল্য বহরমপুরে। এলাকা ঘিরে রাখল পুলিশ। মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত হাতিনগর গ্রাম পঞ্চায়েতের হিকামপুর এবং জীবননগরের মাঝামাঝি এলাকায় মাঠের মধ্যে থেকে একাধিক তাজা সকেট বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। ​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মাঠের পাশে জঙ্গলের মধ্যে সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে দেখেন, সেটি সকেট বোমা। সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
advertisement
advertisement
​স্থানীয়রা বিন্দুমাত্র দেরি না করে পুলিশের জারি করা হেল্পলাইন নাম্বারে খবর দেন। খবর পাওয়ামাত্রই বহরমপুর থানার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ​পুলিশ দ্রুত গোটা এলাকা কর্ডন করে দেয় এবং আশেপাশের লোকজনের গতিবিধি নিয়ন্ত্রণ করে।
advertisement
কী কারণে এই জনবহুল এলাকার কাছে মাঠে বোমা মজুত করা হল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। বোমাটি উদ্ধারের পর তা নিস্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনা কি কোনও বড় ষড়যন্ত্রের অংশ, না কি স্থানীয় স্তরের কোনও গোলমালের জের, তা খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News : মুর্শিদাবাদে চাষের মাঠ থেকে তাজা বোমা উদ্ধার, এলাকা ঘিরে ফেলল পুলিশ বাহিনী! ঘটনাস্থলে বিশেষজ্ঞ দল
Next Article
advertisement
রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে, রইল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক
রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে, বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক
  • রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে

  • রইল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক

  • ধর্মেন্দ্রর কেরিয়ার

VIEW MORE
advertisement
advertisement