ঘরের মাঠে শুরু বড় স্বপ্নের যাত্রা! প্রতিভাবান ক্রিকেটার খুঁজতে আইপিএলের ধাঁচে নিলামি, গ্রামের ছেলেদের কাছে বড় সুযোগ

Last Updated:

Local Cricketer Auction : গ্রামীণ এলাকা থেকে প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনতে অভিনব ভাবনা। শীত শুরুতে আয়োজন প্রিমিয়ার লিগের।

+
ক্রিকেটার

ক্রিকেটার নিলাম

নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বাংলা থেকে কখনও রিংকু সিং, এককালে সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবা বর্তমানে মহিলা ওয়ার্ল্ডকাপে দুর্দান্ত পারফরমেন্স করেছেন রিচা ঘোষ। প্রত্যন্ত গ্রাম, সামান্য মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে আজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন ক্রিকেটে। সামান্য অমসৃণ মাঠ থেকে শুরু হয়েছে তাদের যাত্রা। চড়াই উতরাই পথ পেরিয়ে আজ দেশের হয়ে বিদেশের মাটিতে নাম করেছেন এই বাংলার রিংকু-রিচারা। এবার প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে ক্রিকেটে প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনতে এক অভিনব ভাবনা। শীত শুরুতে আয়োজিত হতে চলেছে প্রিমিয়ার লিগ।
এবার আইপিএলের ধাঁচে শুরু হল অকশন। প্রান্তিক এলাকার ক্রিকেটারদের এই খেলায় উৎসাহিত করতে এবং তাদের বেশি করে সংযোগ বাড়াতে অকশন করল উদ্যোগী সংস্থা। আইপিএলের ধাঁচে লিগ পর্যায়ের নারায়ণগড় প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হয়েছে। অকশনের মাধ্যমে সূচনা হয় নারায়ণগড় প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতার। সামনে আয়োজকরা। প্রতিটি টেবিলে বসে আছেন টিম মালিকরা। একে একে গ্রামীন এলাকার ক্রিকেটারদের নাম নিলাম হচ্ছে। আর নিজেদের পছন্দ মত সেই ক্রিকেটারদের নিজেদের দলে নিচ্ছেন টিম মালিকেরা।
advertisement
advertisement
যেভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম হয়, একইভাবে প্রত্যন্ত গ্রামীণ এলাকায়ও অকশন করে ক্রিকেট খেলার সূচনা করল একটি ক্লাব। ক্লাব কর্তৃপক্ষ জানাচ্ছে, আগামী ডিসেম্বর মাসের ১২ তারিখ থেকে শুরু হবে এই লিগ পর্যায়ের প্রতিযোগিতা। তারই প্রস্তুতি শুরু করে দিল নারায়ণগড় প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা কমিটি। নারায়ণগড় ব্লকের প্রত্যেকটি অঞ্চলে ক্রিকেট প্লেয়ারদের নিয়ে অনুষ্ঠিত হবে এই ক্রিকেট প্রতিযোগিতা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মূলত গ্রামীণ প্রতিভা তুলে আনতে এবং বাইরের ক্রিকেটারদের বদলে এলাকার ক্রিকেটারদের আরও বেশি করে উৎসাহ বাড়াতে এই ভাবনা। নারায়ণগড় প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা কমিটি জানিয়েছে, প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অনেক ভাল ভাল ক্রিকেট প্লেয়ার রয়েছেন। তাদের প্রতিভাকে তুলে ধরতে নারায়ণগড় এলাকার সমস্ত ক্রিকেট প্লেয়ারদের নিয়ে নতুন ভাবে শুরু হতে চলেছে নারায়ণগড় প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা। যাতে করে প্রত্যন্ত গ্রামীন এলাকায় প্রতিভাবান খেলোয়াড় তাদের নিজেদের খেলা প্রদর্শন করতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘরের মাঠে শুরু বড় স্বপ্নের যাত্রা! প্রতিভাবান ক্রিকেটার খুঁজতে আইপিএলের ধাঁচে নিলামি, গ্রামের ছেলেদের কাছে বড় সুযোগ
Next Article
advertisement
রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে, রইল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক
রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে, বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক
  • রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে

  • রইল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক

  • ধর্মেন্দ্রর কেরিয়ার

VIEW MORE
advertisement
advertisement