Basirhat: শপিংমলের দামি খেলনা মিলছে অর্ধেক দামেই! টাকি রোডের ধারে 'খেলনার হাট' শিশুদের স্বর্গরাজ্য, দূরদূরান্ত থেকে আসছেন ক্রেতারা

Last Updated:

Basirhat: শপিংমলের দামি খেলনা এখন সুলভ দামে মিলছে বসিরহাটের টাকি রোডের ধারে। প্রায় অর্ধেক দামে মিলছে ছোটদের পছন্দের খেলনা। ভিড় বাড়ছে দিন দিন। টাকি রোডের ‘খেলনার হাট’-এ গিয়েছেন আপনি?

+
টাকি

টাকি রোডে রাস্তার ধারে বিক্রি হচ্ছে রকমারি খেলনা 

বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: শপিংমলের দামি খেলনা এখন সুলভ দামে মিলছে বসিরহাটের টাকি রোডের ধারে। ভিড় বাড়ছে দিন দিন। বসিরহাটের টাকি রোডে এখন যেন এক রঙিন মেলা বসেছে। রাস্তার দু’ধারে সারি সারি টিউব বাথটব, রঙিন চেয়ার, ছোটদের খেলনা – যা এতদিন দেখা যেত কেবল শপিংমলের অভিজাত শোরুমে বা অনলাইনের পাতায়। এখন সেই একই জিনিস মিলছে অনেক কম দামে। তাই সকাল থেকে রাত পর্যন্ত ভিড় উপচে পড়ছে দোকানগুলিতে।
রঙিন টিউব চেয়ার বিক্রি হচ্ছে ১০০-২০০ টাকায়, ছোটদের বাথটব ৩০০-৫০০ টাকার মধ্যে। দামি মলের তুলনায় প্রায় অর্ধেক দামে মিলছে পছন্দসই খেলনা ও সামগ্রী। বিক্রেতারা জানাচ্ছেন, শীতকালীন মরশুমকে লক্ষ্য করেই এই বিক্রি শুরু করেছেন তারা, যাতে সাধারণ মানুষও সহজে এসব জিনিস কিনতে পারেন।
আরও পড়ুনঃ বাঁকুড়ায় প্রথমবার খুলল বুদ্ধিস্ট মার্কেট! সুদূর হিমালয় থেকে এসেছে শীতের পোশাকের সম্ভার, দুর্দান্ত পাহাড়ি কালেকশন, চলবে তিন মাস
টাকি রোড, মাটিয়া, ধান্যকুড়িয়া, খোলাপোতা – বিভিন্ন এলাকার পথচারীরা এই রঙিন দোকানের সামনে থমকে যাচ্ছেন। কেউ কিনছেন, কেউ ছবি তুলছেন, কেউ আবার শিশুদের নিয়ে এসে আনন্দ উপভোগ করছেন। সকাল থেকে শীতের মরশুমে যেন রঙিন আলোয় ঝলমলে হয়ে উঠছে রাস্তার ধারের চেহারা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শীত পড়লেই পূর্বস্থলীর চুপি পাখিরালয়ে চিত্রগ্রাহকদের ভিড়, রঙবেরঙের পরিযায়ী পাখি, নৌকায় চেপে ফটোগ্রাফি, দারুণ অভিজ্ঞতা
দাম নাগালের মধ্যে ও আকর্ষণীয় সাজে এই দোকানগুলো এখন বসিরহাটের টাকি রোডের নতুন চেনা মুখ। স্থানীয়দের মতে, “শপিংমলের মতো একই মানের জিনিস রাস্তার ধারে এই দামে পাওয়া সত্যিই অবাক করা।” রঙিন আলো, শিশুদের হাসি আর ক্রেতাদের ভিড়ে এখন টাকি রোড যেন ছোট্ট এক ‘খেলনার হাট’।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন। ফলে ব্যবসার গতি বেড়েছে বহুগুণ। বসিরহাটের এই রাস্তার ধারে বিভিন্ন প্রান্তে এখন স্থানীয় অর্থনীতিরও এক উজ্জ্বল দিক হয়ে উঠছে ব্যবসায়ীদের কাছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Basirhat: শপিংমলের দামি খেলনা মিলছে অর্ধেক দামেই! টাকি রোডের ধারে 'খেলনার হাট' শিশুদের স্বর্গরাজ্য, দূরদূরান্ত থেকে আসছেন ক্রেতারা
Next Article
advertisement
Mamata In Bankura: আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষের সভায়?
আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষে?
  • বিধানসভা ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ১'লা জানুয়ারি থেকে চলবে সেই প্রচার কর্মসূচী। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গা বাছাই করা হয়েছে, সেখানে প্রচার চালালে একাধিক দিকের মানুষের কাছে সহজেই বার্তা চলে যাবে। তাই বাঁকুড়ার এই স্থানই বেছে নিয়েছে তৃণমূল

VIEW MORE
advertisement
advertisement