Purulia News: কলকাতার পার্ক স্ট্রিট-এর আমেজ এবার পুরুলিয়াতে বসেই, বড়দিন থেকে নিউ ইয়ার জমজমাট এই এলাকা
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Purulia News: অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন এরপর নতুন বছরের আগমন। বড়দিন থেকে নিউইয়ার সর্বত্রই যেন উৎসবের মেজাজ। শহর কলকাতা থেকে রাজ্যের অন্যান্য জেলা, আলোর সাজে সেজে উঠেছে চারিদিক।
পুরুলিয়া, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়: অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন এরপর নতুন বছরের আগমন। বড়দিন থেকে নিউইয়ার সর্বত্রই যেন উৎসবের মেজাজ। শহর কলকাতা থেকে রাজ্যের অন্যান্য জেলা, আলোর সাজে সেজে উঠেছে চারিদিক। ব্যতিক্রম নয় রাঢ় বঙ্গের পুরুলিয়া জেলা। শহরের বিভিন্ন চার্চ সেজে উঠেছে আলোর সাজে। একইভাবে শহরের ভাটবাঁধ এলাকাও সেজে উঠেছে অভিনব ভাবে। এ-যেন পুরুলিয়ার বুকে কলকাতার এক টুকরো পার্ক স্ট্রিট। বিগত কুড়ি বছর ধরে একেবারে পার্ক স্ট্রিটের আদলেই সেজে ওঠে শহরের ভাট বাঁধ এলাকা।
ভাট বাঁধ খিষ্ট্রান কমিউনিটি এই আয়োজন করে আসছে। এই এলাকায় কয়েক হাজার খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের বসবাস। তাই বড়দিন থেকে নববর্ষ পর্যন্ত এই ভাবেই আলোর সাজে সেজে থাকে গোটা এলাকা। এ বিষয়ে আয়োজকদের মধ্যে অন্যতম সরজিত সামিয়ন বলেন, প্রতিবছর তারা এই ভাবেই তারা সেলিব্রেট করেন। ২৪ থেকে ১ তারিখ পর্যন্ত পরপর বিভিন্ন অনুষ্ঠান থাকে। প্রভু যীশুর জন্মদিনের পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে তারা আলোর সাজে সাজিয়ে তোলে চারিদিক।
advertisement
advertisement
পুরুলিয়াতেই তারা এক টুকরো পার্ক স্ট্রিটের আমেজ তৈরি করেছেন। বিগত কুড়ি বছর ধরে এই ভাবেই তারা ক্রিসমাস থেকে নিউ ইয়ার সেলিব্রেট করছেন। এ বিষয়ে এলাকার এক যুবক শ্যামল প্রতি কাশ্যপ বলেন, শহরের বিভিন্ন জায়গায় আলোর সাজে সেজে ওঠে এই সময়। তার মধ্যে অন্যতম তাদের এই এলাকার। যে-ভাবে কলকাতার পার্ক স্ট্রিটে সেলিব্রেট হয়। ঠিক একইভাবে তাদের এই ভাট বাঁধেও ক্রিসমাস থেকে নিউ ইয়ার পর্যন্ত সেলিব্রেশন চলে। এই সময় যেন এক টুকরো পার্ক স্ট্রিটে পরিণত হয় পুরুলিয়ার ভাট বাঁধ।
advertisement
বড়দিন থেকে নিউ ইয়ার। চারিদিকে উৎসবের চেহারা। একদিকে যেমন থাকে বেড়ানোর প্ল্যান তেমনই থাকে নতুন বছরের আগমনের উৎসাহ। আর সেই জায়গায় শহর পুরুলিয়ার ভাট বাঁধ এলাকা যেন কলকাতার স্বাদ উপভোগ করায় পুরুলিয়াবাসীকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 26, 2025 7:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: কলকাতার পার্ক স্ট্রিট-এর আমেজ এবার পুরুলিয়াতে বসেই, বড়দিন থেকে নিউ ইয়ার জমজমাট এই এলাকা






