India China US relations: ভারত এবং চিনের প্রসঙ্গে মার্কিন রিপোর্ট খারিজ করে দিল চিন! অরুণাচল এবং পাকিস্তান প্রীতি নিয়ে বার্তা বেজিংয়ের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India China US relations: চিন বৃহস্পতিবার ভারত এবং চিন সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগ কংগ্রেসে একটি রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্টে ছিল ভারতের অরুণাচল প্রদেশ দখল করতে চাইছে চিন সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে চিনের ঘনিষ্ঠতার বিষয়টিও।
বেইজিং: চিন বৃহস্পতিবার ভারত এবং চিন সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগ কংগ্রেসে একটি রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্টে ছিল ভারতের অরুণাচল প্রদেশ দখল করতে চাইছে চিন সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে চিনের ঘনিষ্ঠতার বিষয়টিও। কিন্তু বৃহস্পতিবার এই রিপোর্ট খারিজ করেছে চিন। চীন অভিযোগ করেছে, আমেরিকা মিথ্যা গল্প ছড়িয়ে বেইজিং এবং অন্যান্য দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করছে এবং সেই সঙ্গে চিন দাবি করেছে ভারতের সঙ্গে সীমান্ত পরিস্থিতি ‘স্থিতিশীল‘।
advertisement
advertisement
বৃহস্পতিবার এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে একটি বিজ্ঞপ্তি জারি করেন চিনের বিদেশ দফতরের মুখপাত্র লিন জিয়ান। তিনি বলেন “Pentagon-এর রিপোর্ট চীনের প্রতিরক্ষা নীতি বিকৃত করেছে। চীন এবং অন্যান্য দেশের মধ্যে বিবাদ তৈরি করেছে এবং এই ভাবে নিজেদের সামরিক আধিপত্য বজায় রাখার অজুহাত খুঁজছে। চীন এই রিপোর্টের দৃঢ় বিরোধিতা করছে। আমেরিকার রিপোর্টে বলা হয়েছে ভারতের অরুণাচল প্রদেশ দখল করতে চায় চিন। সেই সঙ্গে ওই রিপোর্টে দাবি করা হয়েছে, “অক্টোবর ২০২৪-এ, ভারত ঘোষণা করেছিল চীনের সঙ্গে LAC-র বাকি সংঘাতের কেন্দ্রগুলো থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে এক চুক্তি হয়েছে, ব্রিকসে চিন প্রেসিডেন্ট জিংপিং এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি–র বৈঠকের দু’দিন আগে।”
advertisement
“চিন সম্ভবত LAC-তে কমে আসা উত্তেজনাকে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল করতে এবং ইউএস-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া আটকাতে চায়; তবে ভারত সম্ভবত চীনের কার্যকলাপ এবং উদ্দেশ্য নিয়ে সন্দিহানই থেকে যাবে।” রিপোর্টে আরও দাবি করা হয়েছে। চিন-ভারত সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে চিনের বিদেশ দফতরের মুখপাত্র লিন বলেন, “আমরা যোগাযোগ আরও বাড়াতে, পারস্পরিক বিশ্বাস বাড়াতে, সহযোগিতা বাড়াতে এবং মতপার্থক্যগুলো সঠিকভাবে সামলাতে প্রস্তুত, যাতে একটি সুস্থ ও স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায়।”
advertisement
Line of Actual Control (LAC)-এর পরিস্থিতি নিয়ে Lin বলেন, “সীমান্ত প্রশ্নটা চিন ও ভারতের মধ্যে বিষয় এবং দুই দেশের মধ্যে বর্তমান সীমান্ত পরিস্থিতি সাধারণভাবে স্থিতিশীল, যোগাযোগের চ্যানেলও স্বাভাবিক। চীন সংশ্লিষ্ট দেশের ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের বিরোধিতা করে।” যদিও চিন এবং পাকিস্তানের সামরিক সহযোগিতা নিয়ে মুখ খোলেননি লিন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 26, 2025 4:57 PM IST








