Nadia News: প্রথমবার হয়নি, তাতে কী? আবারও এভারেস্ট জয়ে চলেছেন রানাঘাটের রুম্পা দাস
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: কৃষ্ণনগরের অসীম কুমার মন্ডল ও রানাঘাটের রুম্পা দাসকে এভারেস্টে যাওয়ার জন্য মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের তরফে ভারতীয় জাতীয় পতাকা এবং সংস্থার পতাকা তুলে দেওয়া হল।
কৃষ্ণনগর: আবারও এভারেস্টের চূড়ায় পা রাখতে চলেছেন দুই বঙ্গ সন্তান। নদিয়ার কৃষ্ণনগরের অসীম কুমার মন্ডল এবং রানাঘাটের রুম্পা দাস এবার স্বপ্ন দেখছে এভারেস্ট জয়ের। কৃষ্ণনগরের অসীম কুমার মন্ডল ও রানাঘাটের রুম্পা দাসকে এভারেস্টে যাওয়ার জন্য মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের তরফে ভারতীয় জাতীয় পতাকা এবং সংস্থার পতাকা তুলে দেওয়া হল।
advertisement
কৃষ্ণনগর পুরসভার দ্বিজেন্দ্র মঞ্চে মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের (MAK) দুজন এভারেস্ট-অভিযাত্রীর হাতে ভারতের জাতীয় পতাকা এবং সংস্থার পতাকা তুলে দেওয়া হল। নদিয়ার রানাঘাটের বাসিন্দা রুম্পা দাস, পেশায় শিক্ষিকা রুম্পাদেবী এর আগে একাধিক পাহাড় জয়ের ইতিহাস গড়েছেন।
advertisement
কৃষ্ণনগর মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে উজ্জ্বল করেছেন সংস্থা এবং বাংলার নাম। এর আগে একবার তিনি এভারেস্টের জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তবে সেই সময় তার করোনা হওয়ার লক্ষ্যে পৌঁছাতে পারেননি। তাই এবার আবারও মনে একরাশ আশা নিয়ে পাড়ি দিচ্ছেন এভারেস্টের পথে।
advertisement
এভারেস্টে চড়ার খরচ প্রচুর ব্যয় সাপেক্ষ। এত খরচের যোগান কীভাবে বহন করবেন জানতে চাইলে তিনি বলেন, কয়েক লক্ষ টাকা দরকার পরে এভারেস্টে পাড়ি দেওয়ার জন্য। যা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষের জন্য সম্ভব হয় না। সেই কারণেই রীতিমতো টাকা লোন নিয়ে এবার পাড়ি দিচ্ছেন তিনি। তার এই প্রচেষ্টা যাতে সফল হয় তার জন্য শুভকামনা দিয়েছেন প্রবীণ পর্বতারোহী বসন্ত সিংহ রায়।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 28, 2025 5:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: প্রথমবার হয়নি, তাতে কী? আবারও এভারেস্ট জয়ে চলেছেন রানাঘাটের রুম্পা দাস