West Bengal News: বৃহন্নলাদের এ কী কাণ্ড! লক্ষ্মীকান্তপুর লোকালে মারাত্মক ঘটনা, ফুঁসছে যাত্রীরা

Last Updated:

West Bengal News: পুলিশ সূত্রের খবর, কলকাতার বালিগঞ্জের কসবা এলাকার বাসিন্দা একটি পরিবারের চার সদস্য সোমবার সন্ধ্যায় লক্ষ্মীকান্তপুর থেকে আপ শিয়ালদহ লোকাল ধরে বাড়ি ফেরার জন্য।

ফাইল ছবি
ফাইল ছবি
#সোনারপুর: ট্রেনে উঠে যাত্রীদের উপর রীতিমত অত্যাচার, তাদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ আগেই ছিল একদল বৃহন্নলার বিরুদ্ধে (West Bengal News)। এবার চাহিদা মতো টাকা না দেওয়ার অপরাধে দুই ট্রেন যাত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে শিয়ালদহ দক্ষিণ শাখার সুভাষগ্রাম ও সোনারপুর স্টেশনের মধ্যে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন সুজন হালদার ও তার দিদি স্নেহলতা হালদার নামে দুই ভাই বোন। এ বিষয়ে আক্রান্তরা সোমবার রাতেই সোনারপুর জি আর পি তে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
পুলিশ সূত্রের খবর, কলকাতার বালিগঞ্জের কসবা এলাকার বাসিন্দা একটি পরিবারের চার সদস্য সোমবার সন্ধ্যায় লক্ষ্মীকান্তপুর থেকে আপ শিয়ালদহ লোকাল ধরে বাড়ি ফেরার জন্য। তাঁরা নিজেদের ব্যক্তিগত কাজে লক্ষ্মীকান্তপুর এলাকার করণজলিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ট্রেনে একদল বৃহন্নলা ট্রেনে ওঠে।
advertisement
advertisement
অন্যান্য যাত্রীদের মতো তাদের কাছেও টাকা চায়। সামান্য কিছু টাকা দিলে তারা তা নিতে অস্বীকার করে পাল্টা অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। ঘটনার প্রতিবাদ করলে এক যুবককে বেধড়ক মারধর শুরু করে ওই বৃহন্নলাদের দলটি। ভাইকে মার খেতে দেখে দিদি এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় সোমবার রাতেই অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
advertisement
--অর্পণ হাজরা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: বৃহন্নলাদের এ কী কাণ্ড! লক্ষ্মীকান্তপুর লোকালে মারাত্মক ঘটনা, ফুঁসছে যাত্রীরা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement