Purulia News: ছটে সেজে উঠেছে পুরুলিয়া, প্রস্তুতি সম্পূর্ণ

Last Updated:

১৯৫৬ সালের আগে বিহারে অন্তর্ভুক্ত ছিল পুরুলিয়া জেলা। সেই সময় পুরুলিয়া জেলা মানভূম জেলা নামেই পরিচিত ছিল। তাই রাজ্যের অন্যান্য জেলার তুলনায় পুরুলিয়ায় ছট উৎসব মহাসড়ম্বরের সাথে পালিত হয়

+
title=

পুরুলিয়া: শুরু হয়ে গিয়েছে ছট্টি মাইয়ার আরাধনা। সর্বত্রই চলছে ছট পুজোর প্রস্তুতি। পুরুলিয়া শহরেও শুরু হয়ে গিয়েছে ছট পুজোর আয়োজন। প্রতি বছরের মত এই বছরও পুরুলিয়া শহরের সাহেব বাঁধে ছট পুজোর আয়োজন করছে ছট পুজো সমিতি। ছট পুজো সমিতির উদ্যোগে সাহেব বাঁধের পাড়ে সূর্য মন্দির সংলগ্ন এলাকায় ধুমধামের সাথে পালিত হয় ছট পুজো। ছট পুজোর দিন এই এলাকায় প্রায় ২০ থেকে ২২ হাজার মানুষের সমাগম হতে দেখা যায়।
এই বিষয়ে ছট পুজো সমিতির এক সদস্য বলেন, এবছরও তাঁরা সমস্ত দিক থেকে ছট পুজোর প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও পুলিশ প্রশাসন ও পুরসভার পক্ষ থেকে সমস্ত দিক থেকে সহযোগিতা করা হচ্ছে। পুজো শেষ হওয়ার পর প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হচ্ছে সমিতির পক্ষ থেকে। এছাড়াও থাকছে ভজন কীর্তনেরও ব্যবস্থা।
advertisement
advertisement
এই বিষয়ে পুরুলিয়ার পুরপ্রধান নব্যেন্দু মাহালী বলেন, পুরুলিয়া শহরে ছটপুজো একটি বড় উৎসব। ছটপুজোয় সব থেকে বেশি ভিড় হয় সাহেব বাঁধে। ‌তাই ছটপুজো উপলক্ষে পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে সাহেব বাঁধ পরিষ্কার করা হচ্ছে বিগত বেশ কিছুদিন ধরে। এরই পাশাপাশি বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে ব্রতীরা ঘাটে স্নান করতে পারেন, আহুতি দিতে পারেন। সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার জন্য একটি ক্যাম্প থাকবে। এছাড়াও থাকবে মেডিকেল ক্যাম্প ও প্রশাসনের বসার ব্যবস্থা। শুধুমাত্র সাহেব বাঁধ নয়, বুচা বাঁধ, রাজা বাঁধও পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি এই বছর কাসাই নদীতেও ছট পুজোর জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে পুরসভার পক্ষ থেকে।
advertisement
১৯৫৬ সালের আগে বিহারে অন্তর্ভুক্ত ছিল পুরুলিয়া জেলা। সেই সময় পুরুলিয়া জেলা মানভূম জেলা নামেই পরিচিত ছিল। ১৯৫৬ সালের ১ নভেম্বর পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। জেলা বিভাগের পর এতগুলো বছর কেটে গেলেও এখনও পুরুলিয়া বয়ে নিয়ে চলেছে নিজের সেই পুরানো ঐতিহ্য। তাই রাজ্যের অন্যান্য জেলার তুলনায় পুরুলিয়ায় ছট উৎসব মহাসড়ম্বরের সাথে পালিত হয়।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: ছটে সেজে উঠেছে পুরুলিয়া, প্রস্তুতি সম্পূর্ণ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement