Howrah News: আবারও বেপরোয়া গতির বলি লুপ্ত প্রায় গন্ধগোকুল! উদ্বিগ্ন পরিবেশপ্রেমী
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
বেপরোয়া গতির বলি ইন্ডিয়ান স্মল সিভেট। এই প্রাণী লুপ্ত প্রায় প্রাণীর মধ্যে একটি। এবার আন্দুলের আরগড়িতে মৃত্যু হল গন্ধগোকুলের।
হাওড়া: আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণহানী বন্যপ্রাণীর। এবার গতির বলি ইন্ডিয়ান স্মল সিভেট বা গন্ধগোকুল। এই প্রাণী অনেকটা বড় বিড়ালের মত প্রাণী । যা এশীয় তাল খাটাশ, ভোন্দর, লেনজা, সাইরেল বা গাছ খটাশ নামেও পরিচিত। এই প্রাণী লুপ্ত প্রায় প্রাণীর মধ্যে একটি। এবার আন্দুলের আরগড়িতে মৃত্যু হল গন্ধগোকুলের। এলাকায় চাঞ্চল্য ছড়াল এই ঘটনাকে কেন্দ্র করে। স্থানীয় বাসিন্দারা দেখেন যে, রাস্তার উপর একটি গন্ধগোকুলের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখনও দেহে প্রাণ আছে। কিভাবে সড়ক দুর্ঘটনা তা নজরে পড়েনি। এলাকার বাসিন্দাদের অনুমান, খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে প্রাণীটি। ওই বন্যপ্রাণী সেভাবেএলাকায় দেখা যায়নি বলেও দাবি স্থানীয়দের।
স্থানীয় এক বাসিন্দা জানান, আহত গন্ধগোকুলকে ঠিক সময়ে যদি চিকিৎসা করান যেত তাহলে হয়তো প্রাণীটি বেঁচে যেত। তাঁর অভিযোগ বন দফতরের সঙ্গে যোগাযোগ করতে তাঁকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। তাতে অনেকটা সময় পেরিয়ে গেছে। তাঁর আক্ষেপ বন দফতরের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করা গেলে হয়ত। গন্ধগোকুলটিকে বাঁচান যেত। গন্ধগোকুলের খাদ্যাভ্যাসে রয়েছে সব ধরনের ফল, বিভিন্ন ছোট প্রাণী ও পতঙ্গ, তাল-খেঁজুরের রস ইত্যাদি। গাছে উঠতে পারলেও মাটিতেই শিকার ধরে এবং ইঁদুর, কাঠবিড়ালী, ছোট পাখি, টিকটিকি, কীটপতঙ্গ ও সেগুলোর লার্ভা খেয়ে থাকে। দেশভেদে এদের খাবারের তারতম্য দেখা যায়। কফি এদের অন্যতম প্রিয় একটি খাদ্য।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এরা পরিবেশের জন্য মোটেও ক্ষতিকর নয় বরং পরিবেশের উপকার করে। আমাদের নিজেদের স্বার্থেই এ প্রাণীর প্রতি যত্নশীল হওয়া উচিত।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2024 4:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: আবারও বেপরোয়া গতির বলি লুপ্ত প্রায় গন্ধগোকুল! উদ্বিগ্ন পরিবেশপ্রেমী