ভাই-বোনকে খুন করে আত্মঘাতী দাদা, চাঞ্চল্য বেলঘরিয়ায়

Last Updated:
#বেলঘরিয়া: কামারহাটি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বেলঘরিয়া প্রিয়নাথ গুহ রোড এলাকার একটি আবাসনের ঘরের মধ্যে নিজের ভাই-বোনকে খুন করে পার্শ্ববর্তী পুকুরে ডুব দিয়ে আত্মহত্যা দাদার, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কী কারণে খুন? তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। জানা যায়, বিমল চৌধুরী, সজল চৌধুরী ও দিদি রানু চৌধুরী একাই থাকতেন এই আবাসনে, ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে বেলঘড়িয়া থানার পুলিশ।
বেলঘরিয়ার 'ছায়ানীর অ্যাপার্টমেন্ট' নামে ওই আবাসনের একেবারে নীচের তলায় আড়াই বছর ধরে ভাড়া থাকতেন সজল চৌধুরী, দাদা বিমল চৌধুরী ও বোন রানু চৌধুরী। দাদা বিমল চৌধুরী তেমন কিছু করতেন না। দিদি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, শয্যাশায়ী। পরিবারে একমাত্র রোজগেরে বলতে সজল চৌধুরী। তিনি আর্টিস্টের কাজ করতেন। প্রতিবেশীরা জানাচ্ছেন, পাড়ার লোকের সঙ্গে কখনও খারাপ ব্যবহার করেননি তিনজনের কেউ-ই। এই ঘটনা ঘটার আগে গতকাল রাত্রে বাড়ির পরিচারিকাকে টাকা-পয়সা মিটিয়ে দেন সজলবাবু। মঙ্গলবার সকালে তিনি পাশের ঘরের বাসিন্দা রাধা মাধব সাহাকে ডেকে তোলেন এবং বলেন গ্যাসের অফিস থেকে লোক আসতে পারে। তাঁকে ফাঁকা সিলিন্ডার দিয়ে দেওয়ার কথাও বলেন।
advertisement
এরপরই সজলবাবু ঘরের ছিটকিনি আটকে ঘর থেকে বেরিয়ে যান। সকাল আটটা নাগাদ পাশেই একটি পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ সজলবাবুর দেহ উদ্ধার করে বেলা এগারোটা নাগাদ। এরপর দেহ নিয়ে বাড়িতে এসে দেখতে পান দুই ভাই-বোন বিছানায় শুয়ে রয়েছেন। ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। পরীক্ষা করে দেখা যায়, দেহ শক্ত হয়ে গিয়েছে।
advertisement
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান, গতকাল রাতেই খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অথবা শ্বাস রোধ করে ভাই-বোনকে মেরে নিজে আত্মঘাতী হয়েছেন সজলবাবু। স্থানীয় অনেকেই জানান, দিদির চিকিৎসার জন্য অনেক টাকা ধার করেছিলেন সজল চৌধুরী।
ARUN GHOSH
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাই-বোনকে খুন করে আত্মঘাতী দাদা, চাঞ্চল্য বেলঘরিয়ায়
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement