ED: সাইকেল মিস্ত্রিই আজ কোটিপতি! রাত হলেই শুরু ‘আসল কারবার, ইডির জালে পড়া জাহিরুল রাতারাতি ধনী হল কী করে জানেন!

Last Updated:

ED Raid: সাইকেল মিস্ত্রি থেকে বালির বড় ব্যবসায়ী, ইডি-র জালে ঝাড়গ্রামের জাহিরুল।

News18
News18
ঝাড়গ্রাম: সাইকেল মিস্ত্রি থেকে বালির বড় ব্যবসায়ী, ইডি-র জালে ঝাড়গ্রামের জাহিরুল। এক সময় ছিলেন সাইকেল মিস্ত্রি। পরে ভিলেজ পুলিশের চাকরি পান। সেই পুলিশের চাকরিও ছাড়ে। এরপর বালির ব্যবসায় যুক্ত হয়ে রাতারাতি তিনতলা অট্টালিকার মালিক হয়ে ওঠেন ঝাড়গ্রামের শেখ জাহিরুল আলি। সোমবার সকালে তাঁর বাড়িতেই হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র একটি দল। বালি পাচার চক্রে জড়িত থাকার অভিযোগেই এই অভিযান বলে ইডি সূত্রে খবর।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীর প্রায় প্রতিটি বালি খাদানে তাঁর প্রভাব রয়েছে। কয়েক বছর আগেও কুঁড়েঘরে বসবাস করা জাহিরুলের এখন রয়েছে প্রাসাদসম অট্টালিকা। জানা গিয়েছে, গোপীবল্লভপুর থানার কাছে তাঁর সাইকেল মেরামতির দোকানও ছিল একসময়। প্রায় সাত বছর আগে থেকে তিনি বালি ব্যবসায় জড়ান। রাত হলেই সক্রিয় হয়ে উঠতেন তিনি, আর দিন কাটত বিশ্রামে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। সোমবারের ইডি অভিযানের পর ফের চর্চায় এসেছে তাঁর উত্থানের কাহিনি।
advertisement
advertisement
advertisement
সূত্রের খবর, কলকাতার এক সংস্থার সঙ্গে নিয়মিত মোটা অঙ্কের লেনদেনের সূত্রেই ইডির নজরে আসেন তিনি। তল্লাশিতে বিপুল নগদ টাকা উদ্ধার হয়েছে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে, যদিও তদন্তকারীরা এ বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানাননি। বর্তমানে জাহিরুলের বাড়িতে চলছে তল্লাশি। তাঁর দ্রুত উত্থান এবং বিপুল সম্পত্তি ঘিরে কৌতূহল ও আলোচনায় মেতেছে গোটা এলাকা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ED: সাইকেল মিস্ত্রিই আজ কোটিপতি! রাত হলেই শুরু ‘আসল কারবার, ইডির জালে পড়া জাহিরুল রাতারাতি ধনী হল কী করে জানেন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement