East Medinipur News:থানায় দায়ের করা অভিযোগের অগ্রগতি কতদূর? জনস্বার্থে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল পূর্ব মেদিনীপুরের পুলিশ

Last Updated:

থানায় অভিযোগ দায়ের করার পর তার কতটা অগ্রগতি হল? সেই বিষয়ে কিছুই জানতে পারত না সাধারণ মানুষ। তবে সে'সব আর নয়! থানায় অভিযোগ দায়ের করার পর তার অগ্রগতি সম্পর্কে জানতে পারবে সাধারণ মানুষ

+
জেলা

জেলা পুলিশ সুপার কার্যালয় 

তমলুক সৈকত শী: সাধারণ মানুষের মনে পুলিশ সম্পর্কে ক্ষোভ ও খারাপ ধারণা দূর করতে তৎপর  পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। থানায় অভিযোগ দায়ের করার পর তার কতটা অগ্রগতি হল? সেই বিষয়ে কিছুই জানতে পারত না সাধারণ মানুষ। তবে সে’সব আর নয়! থানায় অভিযোগ দায়ের করার পর তার অগ্রগতি সম্পর্কে জানতে পারবে সাধারণ মানুষ। জনসাধারণের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হল।
পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে এই হোয়াটসঅ্যাপ নম্বরটির আনুষ্ঠানিক ঘোষণা করেন। থানায় আগে দায়ের করা কোনও মামলা বা অভিযোগের তদন্ত সংক্রান্ত অগ্রগতি জানতে সাধারণ মানুষ এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। মামলাটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, এখন পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বা সর্বশেষ আপডেট কী—তা যাচাই করে অভিযোগকারীকে যথাযথভাবে জানানো হবে। ফলে মামলার তথ্য জানতে বারবার থানায় যেতে হবে না এবং পুলিশি ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও সুদৃঢ় হবে।
advertisement
এই নম্বরে প্রাপ্ত প্রতিটি অভিযোগ ও তথ্য গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হবে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা পুলিশের চালু করা নতুন হোয়াটসঅ্যাপ নম্বর হল ৭০৪৭৯৮৯৮০০। পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, ” সাধারণ মানুষ থানায় অভিযোগ বা মামলা দায়ের করার পর সেই সম্পর্কে আর কিছুই জানতে পারে না। থানায় আগে দায়ের করা কোনও মামলা বা অভিযোগের তদন্ত সংক্রান্ত অগ্রগতি জানতে সাধারণ মানুষ এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। ফলে মামলার তথ্য জানতে বারবার থানায় যেতে হবে না।”
advertisement
advertisement
তিনি আরও জানান, ট্রাফিক ডিউটিতে নিয়োজিত প্রত্যেক পুলিশ কর্মীর জন্য বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে ট্রাফিক ব্যবস্থায় স্বচ্ছতা বজায় থাকবে, অনাকাঙ্ক্ষিত অভিযোগ কমবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য পরিষেবা পাবেন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ উদ্যোগ নিয়েছে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পুলিশি পরিষেবা পৌঁছে দিতে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News:থানায় দায়ের করা অভিযোগের অগ্রগতি কতদূর? জনস্বার্থে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল পূর্ব মেদিনীপুরের পুলিশ
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement