নেই কংক্রিটের জেটি! জুতো হাতে কাদায় নেমে নৌকায় যাতায়াত! নন্দীগ্রামের সমস্যা সমাধানের আশ্বাস জেলা পরিষদের
- Published by:Aishwarya Purkait
- local18
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
Nandigram: হলদি নদীর উপর ব্রিজ না থাকায় নৌকা ধরতে এক হাঁটু কাদায় নেমে জুতো হাতে করে নৌকায় উঠতে হয়। কখনও কখনও নৌকা থেকে নামার সময় বাইক নিয়ে উলটে জলে পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটে।
নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিক: নদীর এক পাড়ে নন্দীগ্রাম। অন্য পাড়ে মহিষাদল। মাঝ দিয়ে বয়ে গেছে হলদি নদী। সেই নদী পেরনোর একমাত্র ভরসা নৌকা। যেখানে দুই পাড়ে ভাল জেটি ঘাট আর নদীর উপর ব্রিজ গড়ার দাবি দীর্ঘদিনের। জেলা পরিষদের সভাধিপতির আশ্বাস, দাবি পূরণের লক্ষ্যে উদ্যোগ শুরু হয়েছে।
নদীর দু-দিকেই রয়েছে খেয়া ঘাট। একদিকে নন্দীগ্রামের তেরপেখ্যা। অন্য পাড়ে মহিষাদল তেরপেখ্যা। দুই খেয়া ঘাট পেরিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার করেন। উত্তরে মহিষাদলের তেরপেখ্যা হয়ে হলদিয়া তমলুক মহিষাদল যাওয়া আসা করেন মানুষজন। নদীর দক্ষিণ পাড় হয়ে নন্দীগ্রামের সব জায়গায় যাওয়া আসা করা যায়। প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন এই নদীপথে। কিন্তু সেই গুরুত্বপূর্ণ নদীপথের মহিষাদলের তেরপেখ্যায় কোন কংক্রিটের জেটি ঘাট নেই।
advertisement
আরও পড়ুনঃ মৎস্যজীবীদের নৌকায় ঝাঁপিয়ে পড়ল শিকারি বাঘ! মুখে করে সুন্দরবনের গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল দক্ষিণরায়
দিনের বেশিরভাগ নৌকা ধরতে এক হাঁটু কাদায় নেমে জুতো হাতে করে নৌকায় উঠতে হয়। কখনও কখনও নৌকা থেকে নামার সময় বাইক নিয়ে উলটে জলে পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটে। শিশু থেকে বয়স্ক মানুষজনও কাদার উপর পড়ে যান। ভাটার সময় নদীর মাঝ পর্যন্ত যাত্রীরা কাদার উপর হেঁটে নৌকা ধরতে বাধ্য হন। বছরের পর বছর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে খেয়া ঘাট লিজে দেওয়া হয়। গত কয়েক মাসে ঘাটের ভাড়া বৃদ্ধি করাও হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বারুইপুরে ছিনতাইয়ের ঘটনায় বড়সড় সাফল্য, ১২০ ঘণ্টার মধ্যে পুলিশের জালে ২, উদ্ধার ১০ লক্ষ
কিন্তু যাত্রী সুরক্ষা নিয়ে কোন মাথাব্যথা নেই বলে অভিযোগ স্থানীয়দের। যাত্রীদের দাবি অবিলম্বে ব্রিজ তৈরি হোক এবং উত্তর পাড়ে কংক্রিটের ঘাট তৈরি করে সমস্যার স্থায়ী সমাধান করা হোক। এলাকাবাসীদের দাবি মেনে সমস্যা মেটাতে উদ্যোগ শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 1:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নেই কংক্রিটের জেটি! জুতো হাতে কাদায় নেমে নৌকায় যাতায়াত! নন্দীগ্রামের সমস্যা সমাধানের আশ্বাস জেলা পরিষদের