মৎস্যজীবীদের নৌকায় ঝাঁপিয়ে পড়ল শিকারি বাঘ! মুখে করে সুন্দরবনের গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল দক্ষিণরায়
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Tiger Attack: গত ৩১ অগাস্ট গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার কালিদাস পুরের বাসিন্দা চিরঞ্জিত মন্ডল-সহ তিন জন মৎসজীবী সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎই একটি বাঘ মৎস্যজীবীদের নৌকার উপরে লাফিয়ে পড়ে।
গোসাবা, দক্ষিণ ২৪ পরগনা, অনুপ বিশ্বাস: সুন্দরবনে ফের বাঘের মুখে এক মৎস্যজীবী। চামটার জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘে নিয়ে গেল এক মৎসজীবীকে। জানা যাচ্ছে, নিখোঁজ মৎসজীবীর নাম চিরঞ্জিত মন্ডল।
ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে। নিখোঁজ মৎসজীবীর বাড়ি গোসাবার কালিদাস পুরে। পরিবার সূত্রে খবর, গত ৩১ অগাস্ট গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার কালিদাস পুরের বাসিন্দা চিরঞ্জিত মন্ডল-সহ তিন জন মৎসজীবী সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন। সোমবার বিকালে যখন চামটার জঙ্গলের কাছে মাছ ধরছিলেন তাঁরা সেই সময় হঠাৎই একটি বাঘ মৎস্যজীবীদের নৌকার উপরে লাফিয়ে পড়ে।
advertisement
আরও পড়ুনঃ বারুইপুরে ছিনতাইয়ের ঘটনায় বড়সড় সাফল্য, ১২০ ঘণ্টার মধ্যে পুলিশের জালে ২, উদ্ধার ১০ লক্ষ
চিরঞ্জিত মন্ডল নামের ওই মৎসজীবীকে বাঘ মুখে করে টেনে নিয়ে যায় গভীর জঙ্গলের মধ্যে। তাঁর সঙ্গে থাকা অপর দুই মৎসজীবী পিছনে ধাওয়া করেও চিরঞ্জিতের কোন খোঁজ পায়নি। মঙ্গলবার বিকালে চিরঞ্জিতকে ছাড়াই তাঁরা এলাকায় ফেরেন। বন দফতর ও সুন্দরবন কোস্টাল থানায় খবর দেওয়া হয়।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ও বন দফতর যৌথ উদ্দ্যোগে নিখোঁজ মৎসজীবীর খোঁজে তল্লাশি চালাচ্ছে। ঘটনার খবর এলাকায় জানাজানি হতে এলাকায় নেমেছে শোকের ছায়া।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 12:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মৎস্যজীবীদের নৌকায় ঝাঁপিয়ে পড়ল শিকারি বাঘ! মুখে করে সুন্দরবনের গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল দক্ষিণরায়