দূষণ রোধে বড় ভূমিকা নেবে পুলিশ! 'এই' জেলার জন্যে ইন্ডিয়ান অয়েলের ৩৩ লক্ষ টাকার উদ্যোগ, ঠিক কী ঘটছে জানুন

Last Updated:

ইন্ডিয়ান অয়েলের তরফে ৩৩.০৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভ্রাম্যমান বায়ো টয়লেট জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

+
পূর্ব

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ কার্যালয়

তমলুক, সৈকত শী:  নানান উৎসব, মেলা ও সামাজিক অনুষ্ঠান মানেই বহু লোকের সমাগম। ফলে দেখা যায় মেলা ও উৎসব অনুষ্ঠানে বহু মানুষের সমাগমে খোলা জায়গায় মল-মূত্র ত্যাগ করে অনেকেই। আর তা থেকে ছড়ায় দূষণ। তাই এবার নানান উৎসব ও মেলা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দূষণ রোধে বড় ভূমিকা পালন করবে পুলিশ, সৌজন্যে ইন্ডিয়ান অয়েল। পুলিশের হাতে এল ভ্রাম্যমান বায়ো টয়লেট। ফলে জেলা জুড়ে নানান সামাজিক অনুষ্ঠান, মেলা ও উৎসবে ব্যবহৃত হবে এই ভ্রাম্যমান বায়ো টয়লেট। যা জেলা জুড়ে দূষণ রোধের কাজ করবে।
জেলার বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানে সাধারণ মানুষের ভীড় জমে। সেই সমস্ত মানুষের টয়লেট পরিষেবা প্রদানের জন্য ইন্ডিয়ান ওয়েল পেট্রোনার্স প্রাইভেট লিমিটেডের সিএসআর ফান্ডের ৩৩.০৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভ্রাম্যমান বায়ো টয়লেট জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তমলুকের নিমতৌড়িতে জেলা পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইন্ডিয়ান ওয়েল পেট্রোনার্স প্রাইভেট লিমিটেডের কর্তৃপক্ষ জেলা পুলিশের হাতে বায়ো টয়লেটের চাবি তুলে দেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগরওয়াল-সহ ইন্ডিয়ান ওয়েল পেট্রোনার্স প্রাইভেট লিমিটেডের কর্তৃপক্ষ-সহ অন্যান্যরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুজোর আগে পেটে টান! বৃষ্টিতে ভিজছে মৃৎশিল্পীদের সারা বছরের রোজগার
পরিবেশ বান্ধবতা, জল সংরক্ষণ এবং কম রক্ষণাবেক্ষণের মতো অসংখ্য সুবিধা রয়েছে এই বায়ো টয়লেটে। বায়ো টয়লেট মানব বর্জ্য শোধন করে, জলবাহিত রোগের ঝুঁকি হ্রাস করে এবং পরিবেশ দূষণ রোধ করতে পারে। বায়ো টয়লেটে থাকে একটি বায়ো-ডাইজেস্টার ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক অ্যানেরোবিক ব্যাকটেরিয়ার সাহায্যে কঠিন বর্জ্যকে জল এবং গ্যাসে রূপান্তরিত করে। এই প্রক্রিয়াটি বর্জ্যের পরিমাণ এবং জলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পূর্ব মেদিনীপুরের পুলিশ সৌম্যদীপ ভট্টাচার্য্য জানান, ” আমাদের জেলায় বহু সামাজিক অনুষ্ঠানে সাধারণ মানুষের ভীড় জমে। মহিলা এবং বয়স্কদের টয়লেট করতে ভীষন সমস্যা হয়। বায়ো টয়লেটটি জেলার মানুষের খুবই কাজে লাগবে। সেই সঙ্গে পরিবেশের দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।” পূর্ব মেদিনীপুর জেলায় এবার নানান সামাজিক অনুষ্ঠান, মেলা ও উৎসবে এই বায়ো টয়লেট ব্যবহৃত হবে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দূষণ রোধে বড় ভূমিকা নেবে পুলিশ! 'এই' জেলার জন্যে ইন্ডিয়ান অয়েলের ৩৩ লক্ষ টাকার উদ্যোগ, ঠিক কী ঘটছে জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement