সন্ধ্যায় দিঘার আকাশে রহস্যময় 'আলো'! আঁতকে উঠলেন পর্যটকেরা, উপকূল শহরে এ কোন বিপদের সংকেত? সামনে এল কারণ
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
দিঘার আকাশে রহস্যময় আলো। উৎসুক উপকূলের বাসিন্দা-সহ দিঘায় আসা পর্যটকেরা মোবাইলে ক্যামেরাবন্দি করে সেই দৃশ্য।
advertisement
advertisement
২০ আগস্ট, ২০২৫ তারিখে ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে অগ্নি-৫ ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের (IRBM) সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে। অগ্নি-৫ হল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) দ্বারা তৈরি একটি ভূমি থেকে নিক্ষেপযোগ্য, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল। (ছবি ও তথ্যঃ সৈকত শী)
advertisement
প্রতিরক্ষা মঞ্চকে দেওয়া বিবৃতিতে জানা যায়, "ভারতের সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা ৫,০০০ কিলোমিটারেরও বেশি, যা চীনের বেশিরভাগ অংশে পৌঁছাতে সক্ষম। এই মিসাইলটি পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরণের অস্ত্র বহন করার জন্য ডিজাইন করা হয়েছে এবং উন্নত নির্ভুলতার জন্য রিং লেজার জাইরো ভিত্তিক ইনর্শিয়াল নেভিগেশন সিস্টেম (RINS) এবং মাইক্রো নেভিগেশন সিস্টেমের (MINS) মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা যায়।" (ছবি ও তথ্যঃ সৈকত শী)
advertisement
মিসাইল অগ্নি-৫ এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হয় ওড়িশার চাঁদিপুর উপকূল থেকে। মিসাইল উৎক্ষেপণের সেই আলো দেখতে পাওয়া যায় দিঘা থেকে। দিঘার বাসিন্দা সুভাষ মিশ্র জানান, 'সন্ধ্যায় সমুদ্র সৈকত থেকে আকাশের রহস্যময় আলো দেখতে পাওয়া যায়। উৎসুক পর্যটক-সহ সবাই ক্যামেরাবন্দি করে। পরে জানা যায় মিসাইল অগ্নি-৫ সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে।' (ছবি ও তথ্যঃ সৈকত শী)
advertisement
দূরপাল্লার মিসাইল অগ্নি-৫ এর এই সফল উৎক্ষেপণের আলো শুধু দিঘা নয় পূর্ব মেদিনীপুর জেলার উপকূলের বিভিন্ন জায়গা থেকে দেখা গিয়েছে। এমনকি পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গা থেকেও দেখা গিয়েছে। অন্যদিকে জানা যায়, ২০-২১ অগাস্ট বঙ্গোপসাগরের প্রায় পাঁচ হাজার কিলোমিটার জুড়ে নোটাম জারি করেছে ভারত সরকার। (ছবি ও তথ্যঃ সৈকত শী)