East Medinipur News: জঙ্গলমহলে বিজ্ঞান ও প্রযুক্তির ঢেউ! ছেলেমেয়েদের ভবিষ্যৎ বদলে দিচ্ছেন হলদিয়ার গবেষক, ম্যাজিকের মতো কাজ করল বিশেষ কর্মশালা
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
East Medinipur News: জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের কাছে প্রাথমিক শিক্ষা যেন বিলাসিতা, এখানে বিজ্ঞানের জ্ঞান সংগ্রহ করা রীতিমতো চ্যালেঞ্জিং। এবার সেটাই করে দেখাচ্ছেন হলদিয়ার এই গবেষক।
হলদিয়া, সৈকত শীঃ হলদিয়ার গবেষক জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করাচ্ছেন। বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে জীবন সংগ্রামে বেঁচে থাকার লড়াই শেখাচ্ছেন তিনি। সুবর্ণরেখার তীর ঘেঁষে সবুজে মোড়া জঙ্গলমহল। ল্যাটেরাইট মাটির রুক্ষতা আর শাল-পলাশের ছায়ায় ঘেরা এই জনপদ কেবল এক ভূখণ্ড নয়, এক জীবন্ত সত্তা। তবে এই প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে মিশে থাকে অনাহারী দীর্ঘশ্বাস আর প্রান্তিক মানুষের না বলা হাহাকার। সেই মাটির ভাষা বুঝে গত দুই দশক ধরে একাই এক দীর্ঘ পথ হাঁটছেন ডঃ অনির্বাণ দাস। তাঁর লক্ষ্য স্থির, এই জনজাতি অধ্যুষিত গ্রামগুলির পরবর্তী প্রজন্ম যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।
জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের কাছে প্রাথমিক শিক্ষা যেন বিলাসিতা, এখানে বিজ্ঞানের জ্ঞান সংগ্রহ করা রীতিমতো চ্যালেঞ্জিং। এবার সেটাই করে দেখাচ্ছেন হলদিয়ার গবেষক ডঃ অনির্বাণ দাস। অক্ষরজ্ঞানের পাশাপাশি জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের মনে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার গেঁথে দিতে উদ্যোগী তিনি। জঙ্গলমহলের প্রান্তিক জনপদকে একসঙ্গে জুড়ে দেওয়ার এক পদক্ষেপ। সেই লক্ষ্যে বছরের অধিকাংশ সময় তিনি খেমাশোল, অসুরহাটা, ভালুকতারা কিংবা শালবনির মতো প্রত্যন্ত গ্রামে কাটিয়ে দেন। তাঁর কাছে শিক্ষা কোনও বিলাসিতা নয়, বরং বাঁচার হাতিয়ার। সেখান থেকেই তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের শিক্ষা দিচ্ছেন।
advertisement
আরও পড়ুনঃ মদ্যপ গাড়ি চালকদের বিরুদ্ধে অভিযান! ব্রেথ অ্যানালাইজার দিয়ে ধরছে ট্রাফিক পুলিশ, ৪০ এমজি-র উপর হলেই সোজা থানা
এই বিষয়ে ডঃ অনির্বাণ দাস জানান, “এই ধরনের উদ্যোগ জঙ্গলমহলের আর্থ-সামাজিক কাঠামো বদলে দিতে পারে। জঙ্গলমহলে শিক্ষা আজও এক কঠিন সংগ্রাম। অভাবের তাড়নায় প্রতি বছর স্কুলছুট বা ড্রপআউটের তালিকা দীর্ঘতর হয়। গ্রস এনরোলমেন্ট রেশিও এখানে কেবল খাতা-কলমের পরিসংখ্যান। কিন্তু এই কর্মশালাটি যেন ম্যাজিকের মতো কাজ করেছে। ড্রোন ওড়ানোর আনন্দ আর নতুন কিছু শেখার জেদ পড়ুয়াদের মনে এক নতুন সংকল্প গেঁথে গিয়েছে!”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই কর্মযজ্ঞের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন নিবেদিতা চ্যাটার্জি। উপস্থিত ছিলেন শ্রী সাগর ধাওয়া, শ্রী নরেন চ্যাটার্জি, শ্রী সৌম্যজিৎ ঘোষ সহ অনেকেই। আধুনিক যন্ত্র, সার্কিট, ড্রোন, টেকনোলজি, রোবোটিক্স কিংবা ইন্টারনেট অফ থিংস (IoT)-এর মতো বিষয়গুলি এখন জঙ্গলমহলের কুঁড়েঘরগুলিতে আর ভিনগ্রহের শব্দ নয়। সম্প্রতি জঙ্গলমহলের এক অবারিত প্রাঙ্গণে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। সমবেত হয়েছে প্রায় তিন শতাধিক জনজাতি পড়ুয়া। চোখেমুখে বিস্ময় আর কৌতূহল। উপলক্ষ্য, ড্রোন প্রযুক্তির এক বিশেষ কর্মশালা। হেক্সাকপ্টার, FPV ড্রোন, কোয়াডকপ্টার কিম্বা ন্যানো ড্রোনের মতো যান্ত্রিক নামগুলি তাঁদের কাছে নতুন হলেও, ওড়ানোর নেশায় শিক্ষার্থীরা মশগুল। কয়েক ঘণ্টার নিবিড় প্রশিক্ষণে তাঁরা যেন বুঝে নিল, প্রযুক্তির আকাশ ছোঁয়া মোটেই অসম্ভব নয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Jan 02, 2026 3:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: জঙ্গলমহলে বিজ্ঞান ও প্রযুক্তির ঢেউ! ছেলেমেয়েদের ভবিষ্যৎ বদলে দিচ্ছেন হলদিয়ার গবেষক, ম্যাজিকের মতো কাজ করল বিশেষ কর্মশালা









