East Medinipur News: ঐতিহাসিক ময়দানে হাইভোল্টেজ ফুটবল টুর্নামেন্ট! দূর-দূরান্ত থেকে আসছে টিম, প্রাইজ মানিও বেশ আকর্ষণীয়

Last Updated:

East Medinipur News: জেলার ঐতিহাসিক ময়দানে শুরু হয়েছে সাত দিনের ফুটবল টুর্নামেন্ট। প্রাইজমানির অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে যে কারও। জেলা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা থেকে বিভিন্ন শক্তিশালী দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

+
ফুটবল

ফুটবল ম্যাচ

পটাশপুর, মদন মাইতি: জেলার ঐতিহাসিক ময়দানে শুরু হয়েছে সাত দিনের ফুটবল টুর্নামেন্ট। প্রাইজমানির অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে যে কারও। জেলা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা থেকে বিভিন্ন শক্তিশালী দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের পঁচেট স্পোর্টস অ্যাকাডেমির উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শীতের মরশুমে এমন বড় আয়োজন ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে। মাঠে পা রাখতেই চোখে পড়ছে দর্শকদের ভিড়।
পঁচেটগড়ের ঐতিহাসিক মাঠেই বসেছে এই ফুটবল যুদ্ধের আসর। এলাকার এই মাঠ বহু ঐতিহ্যের সাক্ষী। সেই মাঠেই এবার টানা সাত দিন ধরে চলবে খেলা। টুর্নামেন্টের সূচনা হয় শ্যামা মায়ের পুজোর মাধ্যমে। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়েই খেলার শুভ সূচনা করা হয়। এরপর শুরু হয় প্রতিযোগিতা। মাঠে নামার আগে খেলোয়াড়দের মধ্যে ছিল উত্তেজনা লক্ষ্য করা গেছে। দর্শকদের উৎসাহও ছিল চোখে পড়ার মতো। শীতের বিকালে মাঠজুড়ে জমে উঠছে ফুটবল উৎসব।
advertisement
advertisement
এই টুর্নামেন্টে পূর্ব মেদিনীপুরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দল অংশ নিয়েছে। প্রত্যেকটি দলই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। আয়োজকদের পক্ষ থেকে জানান হয়েছে, এবছর মোট প্রাইজমানি রাখা হয়েছে ৫০ হাজার টাকা। যা এই এলাকার ফুটবল টুর্নামেন্টের ক্ষেত্রে যথেষ্ট উল্লেখযোগ্য। সেই কারণেই প্রতিযোগিতার মান আরও বেড়েছে। খেলোয়াড়দের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি লড়াইয়ের মানসিকতা। মাঠে একের পর এক হাড্ডাহাড্ডি ম্যাচ ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে তুলেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, এবছর এই ফুটবল টুর্নামেন্ট নবম বছরে পদার্পণ করল। ধারাবাহিকভাবে এই টুর্নামেন্টের আয়োজন করে আসছে পঁচেট স্পোর্টস একাডেমি। অন্যতম আয়োজক সুরজিৎ মাইতি জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোই মূল লক্ষ্য। পাশাপাশি ফুটবলারদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করাও তাদের উদ্দেশ্য। সব মিলিয়ে জেলার ক্রীড়াপ্রেমীদের কাছে এই ফুটবল টুর্নামেন্ট এখন অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। আগামী কয়েক দিন জমজমাট ফুটবল লড়াইয়ের সাক্ষী থাকছে পঁচেটগড়ের ঐতিহাসিক মাঠ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: ঐতিহাসিক ময়দানে হাইভোল্টেজ ফুটবল টুর্নামেন্ট! দূর-দূরান্ত থেকে আসছে টিম, প্রাইজ মানিও বেশ আকর্ষণীয়
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement