East Medinipur News: সাপ-মানুষে সংঘাত কমাতে অভিনব উদ্যোগ পূর্ব মেদিনীপুরের যুবকের! যা করছেন, জানলে আপনিও কুর্নিশ জানাবেন

Last Updated:

East Medinipur News: চেনা দৃশ্য অন্যভাবে ভাবিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের পুরুন্দা গ্রামের যুবক অর্ধেন্দু দাস মহাপাত্রকে। বারবার তাঁকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সাপ কি সত্যিই সব সময় শত্রু? নাকি মানুষই ভয়ের কারণে ভুল করছে?

+
অর্ধেন্দু

অর্ধেন্দু দাস মহাপাত্র 

এগরা, মদন মাইতি: গ্রামবাংলার সন্ধ্যায় হঠাৎ উঠোনে ঢুকে পড়ে একটি সাপ। মুহূর্তের মধ্যেই আতঙ্ক, ভয়ের চিৎকার। লাঠি আর পাথরে শেষ হয়ে যায় একটি প্রাণ। এই দৃশ্য বার বার দেখা যায়। কিন্তু গ্রামবাংলার এই চেনা দৃশ্য অন্যভাবে ভাবিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের পুরুন্দা গ্রামের যুবক অর্ধেন্দু দাস মহাপাত্রকে। বারবার তাঁকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সাপ কি সত্যিই সব সময় শত্রু? নাকি মানুষই ভয়ের কারণে ভুল করছে? জীববিদ্যায় মাস্টার্স শেষ করার পর এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি বেছে নেন গবেষণার পথ। বর্তমানে ওড়িশার রাভেনশ ইউনিভার্সিটির অধীনে সাপ ও মানুষের সংঘাত থেকে সহাবস্থানে আনা যায় তা গবেষণা করছেন তিনি। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ইউজিসি এস.আর.এফ।
পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছেন পূর্ব মেদিনীপুরের এই যুবক। কখনও চাষের জমি, কখনও জঙ্গল, আবার কখনও মানুষের বসতবাড়ির পাশে তাঁকে দেখা যায়। গবেষণার সময় তিনি বুঝেছেন, অধিকাংশ সাপ মানুষকে আক্রমণ করে না। তবু অজ্ঞতা আর আতঙ্কের কারণে তাদের হত্যা করা হয়। এতে শুধু একটি প্রাণই হারায় না, নষ্ট হয় প্রকৃতির ভারসাম্যও। ইঁদুরের মতো ক্ষতিকর প্রাণীর সংখ্যা বেড়ে যায়। সেই অভিজ্ঞতা থেকেই তিনি মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন। বোঝাচ্ছেন, সব সাপই বিষধর নয়। ভয় নয়, প্রয়োজন সচেতনতা।
advertisement
advertisement
সাপের কামড়ে মানুষের মৃত্যুর ঘটনাও তাঁকে ভাবিয়ে তোলে। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে তিনি দেখেছেন, অনেক ক্ষেত্রেই মৃত্যুর কারণ দেরি। সঠিক চিকিৎসা সময়মতো না পাওয়া। এখনও বহু গ্রামে ঝাড়ফুঁকের ওপর ভরসা করেন মানুষ। হাসপাতালে যাওয়ার আগেই সময় পেরিয়ে যায়। এই বাস্তবতা থেকেই তিনি গ্রামে গ্রামে সচেতনতা শিবির করছেন। বোঝাচ্ছেন, সাপের কামড়ের পর কী করা উচিত। দ্রুত হাসপাতালে পৌঁছন জরুরি। কোন ক্ষেত্রে কী ধরনের প্রাথমিক চিকিৎসার প্রয়োজন, পাশাপাশি সাপের কামড়ে মৃত্যু হলে সরকার থেকে কী ধরনের ক্ষতিপূরণ পাওয়া যায়, সেই তথ্যও তিনি তুলে ধরছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই অভিজ্ঞতাগুলো শুধু মাঠেই সীমাবদ্ধ রাখছেন না পূর্ব মেদিনীপুরের অর্ধেন্দু। লিখে চলেছেন একের পর এক বই। তার লেখা বইতে উঠে এসেছে সাপ, মানুষ আর প্রকৃতির সম্পর্কের গল্প। গ্রামবাংলার এক সাধারণ যুবক কীভাবে নীরবে সমাজের একটি বড় সমস্যার মুখোমুখি দাঁড়াতে পারেন, তাঁর পথচলা সেই কথায় মনে করিয়ে দেয়। ভয়ের বদলে বোঝাপড়া তৈরি হলে মানুষ ও প্রকৃতি যে একসঙ্গে বাঁচতে পারে, অর্ধেন্দু দাস মহাপাত্রের কাজ সেই আশার কথায় বলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: সাপ-মানুষে সংঘাত কমাতে অভিনব উদ্যোগ পূর্ব মেদিনীপুরের যুবকের! যা করছেন, জানলে আপনিও কুর্নিশ জানাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ফের পারদ পতনের পূর্বাভাস ! কোথায় কত কমবে তাপমাত্রা? জেনে নিন
ফের পারদ পতনের পূর্বাভাস ! কোথায় কত কমবে তাপমাত্রা? জেনে নিন
  • ফের পারদ পতনের পূর্বাভাস !

  • কোথায় কত কমবে তাপমাত্রা? জেনে নিন

  • আজ তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও আগামিকাল থেকে ফের পারদপতন শুরু

VIEW MORE
advertisement
advertisement