East Medinipur News: এগরায় বড়সড় ডাকাতির প্ল্যান! গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল পুলিশ, আগ্নেয়াস্ত্র সহ ৫ গ্রেফতার

Last Updated:

East Medinipur News: বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এগরা থানার আইসি অরুণ কুমার খাঁয়ের নেতৃত্বে এস আই সৌরভ গরাই ও এস আই বুদ্ধদেব মান্না সহ বিশাল পুলিশ বাহিনী বড় অভিযান চালায়। সেই সময়ই গ্রেফতার হন ৫ জন।

বড়সড় ডাকাতি রুখল এগরা থানার পুলিশ
বড়সড় ডাকাতি রুখল এগরা থানার পুলিশ
এগরা, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথীঃ বড়সড় ডাকাতির পরিকল্পনা ছিল। তবে আগেভাগেই সেই প্ল্যান ভেস্তে দিল পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় দুষ্কৃতীমূলক কার্যকলাপ রুখতে ফের বড় সাফল্য পেল এগরা থানা।
জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুরের এগরার এক ব্যক্তির বাড়িতে ডাকাতির জন্য জড়ো হয়েছিল ডাকাত দল। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এগরা থানার আইসি অরুণ কুমার খাঁয়ের নেতৃত্বে এস আই সৌরভ গরাই ও এস আই বুদ্ধদেব মান্না সহ বিশাল পুলিশ বাহিনী বড় অভিযান চালায়।
আরও পড়ুনঃ পুরুলিয়াবাসীর দুর্ভোগের দিন শেষ! বৈদ্যুতিক চুল্লির সমস্যা নিয়ে এবার বড় আশ্বাস পুরসভার
এগরা ২ নং ব্লকের দেশবন্ধু অঞ্চল থেকে ঢিল ছোড়া দূরত্বের কেউটগেড়্যা এলাকা থেকে ৫ জনের একটি ডাকাত দলকে গ্রেফতার করে এগরা থানার পুলিশ। ধৃতদের থেকে দু’টি বাইক, একটি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি, একটি ছুরি, এছাড়া আরও কিছু অন্যান্য অস্ত্র সহ দু’টি মোবাইল উদ্ধার হয়েছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, ধৃতদের বাড়ি ভগবানপুর ও খেজুরি এলাকায়। তাঁদের আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। সব মিলিয়ে, এগরা থানার পুলিশের এই অভিযানে এলাকায় বড়সড় ডাকাতি রোখা গিয়েছে। দুষ্কৃতীমূলক কার্যকলাপ রুখতে ফের বড় সাফল্য পেয়েছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: এগরায় বড়সড় ডাকাতির প্ল্যান! গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল পুলিশ, আগ্নেয়াস্ত্র সহ ৫ গ্রেফতার
Next Article
advertisement
Indigo Flights Cancellations: যাত্রী ভোগান্তি অব্যাহত ! দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল বা অস্বাভাবিক দেরিতে চলছে ইন্ডিগোর বিমান
যাত্রী ভোগান্তি অব্যাহত ! দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল বা দেরিতেই চলছে ইন্ডিগোর বিমান
  • যাত্রী ভোগান্তি অব্যাহত !

  • দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল

  • অস্বাভাবিক দেরিতে চলছে ইন্ডিগোর বিমান

VIEW MORE
advertisement
advertisement