Purulia News: পুরুলিয়াবাসীর দুর্ভোগের দিন শেষ! বৈদ্যুতিক চুল্লির সমস্যা নিয়ে এবার বড় আশ্বাস পুরসভার
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Purulia News: পুরুলিয়া শহর সংলগ্ন শিমুলিয়া এলাকায় ২০১৯ সালে এই বৈদ্যুতিক চুল্লিটি গড়ে ওঠে। এরপর বেশ কয়েক বছর ঠিকঠাক চলছিল। তবে বর্তমানে প্রায় ৪ মাস ধরে বন্ধ রয়েছে এই বৈদ্যুতিক চুল্লিটি। পুরুলিয়া পুরসভা এই বিষয়ে কী জানাল জেনে নিন।
পুরুলিয়া, ইন্দ্রজিৎ মণ্ডলঃ রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরে বিকল পুরুলিয়া শিমুলিয়া শ্মশানের বৈদ্যুতিক চুল্লি। এর ফলে দেহ সৎকারে চরম সমস্যা হচ্ছে। প্রায় ৪ মাস ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ।
পুরুলিয়া শহর সংলগ্ন শিমুলিয়া এলাকায় ২০১৯ সালে এই বৈদ্যুতিক চুল্লিটি গড়ে ওঠে। এরপর বেশ কয়েক বছর ঠিকঠাক চলছিল। যদিও মাঝেমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে চুল্লিটি বন্ধও থাকত। তবে দ্রুত ব্যবস্থা নিত পুরুলিয়া পৌরসভা। কিন্তু বর্তমানে প্রায় ৪ মাস ধরে বন্ধ রয়েছে এই বৈদ্যুতিক চুল্লিটি। এতেই চরম সমস্যায় পড়ছে সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ আদ্রা ডিভিশনের রেলকর্মীদের জন্য সুখবর! বিশেষ উদ্যোগ নিল রেল প্রশাসন, বছর শেষের আগেই মিলল গুড নিউজ
এই শ্মশানে দু’টি চুল্লি থাকলেও কোভিডের সময় থেকেই যান্ত্রিক ত্রুটির কারণে একটি খারাপ। চার মাস আগে দ্বিতীয় চুল্লিটিও খারাপ হয়ে যায়। অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাবেই এই সমস্যা হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পুরুলিয়া পৌরসভা।
advertisement
advertisement
বর্তমানে অধিকাংশ জায়গাতেই বৈদ্যুতিক চুল্লিতে দেহ সৎকার করা হয়। পুরুলিয়ার শিমুলিয়া শ্মশানেও বৈদ্যুতিক চুল্লি রয়েছে। তবে সেগুলি বিকল হয়ে পড়ে থাকায় চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পুরুলিয়া পুরসভা। কবে এই সমস্যা দূর হয় এখন সেটাই দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
December 04, 2025 12:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: পুরুলিয়াবাসীর দুর্ভোগের দিন শেষ! বৈদ্যুতিক চুল্লির সমস্যা নিয়ে এবার বড় আশ্বাস পুরসভার

