Indian Railways: আদ্রা ডিভিশনের রেলকর্মীদের জন্য সুখবর! বিশেষ উদ্যোগ নিল রেল প্রশাসন, বছর শেষের আগেই মিলল গুড নিউজ

Last Updated:

Indian Railways: রেলের স্পোর্টস অফিসার শচীন্দ্র বর্মা বলেন, "ইতিমধ্যেই আদ্রা ডিভিশনের বহু রেলকর্মী ক্রীড়া ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জন করে সম্মান এনে দিয়েছেন। পাওয়ার লিফটিং থেকে বডি বিল্ডিং, প্রতিটি ক্ষেত্রেই নজির গড়েছেন রেলকর্মীরা।"

+
রেলকর্মীদের

রেলকর্মীদের ক্রীড়া দক্ষতা বাড়াতে রেলের বড় উদ্যোগ

পুরুলিয়া, শান্তনু দাসঃ পুরুলিয়া জেলার আদ্রা ডিভিশনের রেলকর্মীদের ক্রীড়া দক্ষতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে রেল প্রশাসন। রেলকর্মীদের শারীরিক সক্ষমতা ও মানসিক সতেজতা বজায় রাখতে পাওয়ার লিফটিং, বডি বিল্ডিং, ভলিবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সাউথ ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ করে তোলা হচ্ছে রেলকর্মীদের।
ইতিমধ্যেই আদ্রা রেল শহরের ইঞ্জিনিয়ারিং গ্রাউন্ড এবং সেরসা স্টেডিয়ামকে আধুনিক ক্রীড়াচর্চার উপযোগী করে সাজিয়ে তোলা হয়েছে। রেলকর্মীদের জন্য তৈরি হয়েছে উন্নত প্রশিক্ষণ পরিকাঠামো। যেখানে তাঁদের নিয়মিত বিভিন্ন খেলার প্রশিক্ষণ দেওয়া হয়।
আরও পড়ুনঃ তরতাজা প্রাণ কেড়ে নিল বেপরোয়া লরি! নিয়ন্ত্রণ হারিয়ে সোজা বাইকে ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনায় ট্রলার চালকের মৃত্যু
আদ্রা ডিভিশনের রেলের স্পোর্টস অফিসার ও সিনিয়র ডিভিশনাল অপারেশন ম্যানেজার শচীন্দ্র বর্মা জানান, এই উদ্যোগের ফলে রেলকর্মীদের শারীরিক সুস্থতা যেমন বজায় থাকবে, তেমনই তাঁদের ক্রীড়া দক্ষতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে। ভবিষ্যতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় আদ্রা ডিভিশনের সাফল্য আরও উজ্জ্বল হবে বলে আশাবাদী তিনি।
advertisement
advertisement
রেলের স্পোর্টস অফিসার শচীন্দ্র বর্মা বলেন, “ইতিমধ্যেই আদ্রা ডিভিশনের বহু রেলকর্মী ক্রীড়া ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জন করে সম্মান এনে দিয়েছেন। পাওয়ার লিফটিং থেকে বডি বিল্ডিং, প্রতিটি ক্ষেত্রেই নজির গড়েছেন রেলকর্মীরা। তাই আগামী দিনে ক্রীড়া ক্ষেত্রে রেলকর্মীদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সমস্ত রকমভাবে রেল প্রশাসন তাঁদের সঙ্গে রয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রেল প্রশাসনের এই উদ্যোগে রেলকর্মীরাও বেশ খুশি। কাজের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ পেয়ে তাঁরা উৎসাহিত।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: আদ্রা ডিভিশনের রেলকর্মীদের জন্য সুখবর! বিশেষ উদ্যোগ নিল রেল প্রশাসন, বছর শেষের আগেই মিলল গুড নিউজ
Next Article
advertisement
Indigo Flights Cancellations: যাত্রী ভোগান্তি অব্যাহত ! দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল বা অস্বাভাবিক দেরিতে চলছে ইন্ডিগোর বিমান
যাত্রী ভোগান্তি অব্যাহত ! দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল বা দেরিতেই চলছে ইন্ডিগোর বিমান
  • যাত্রী ভোগান্তি অব্যাহত !

  • দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল

  • অস্বাভাবিক দেরিতে চলছে ইন্ডিগোর বিমান

VIEW MORE
advertisement
advertisement