১৫ অগাস্টের লং উইকেন্ডে দিঘায়! ঢুঁ মারতে ভুলবেন না জগন্নাথ ধামে, অপেক্ষা করছে বাড়তি পাওনা

Last Updated:

দীর্ঘ অপেক্ষার পর উদ্বোধন হয়েছে দিঘার জগন্নাথ ধামের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জগন্নাথ ধামের উদ্বোধনের পর উপচে পড়তে দেখা গিয়েছে পর্যটকদের ভিড়।

দিঘার জগন্নাথ মন্দির
দিঘার জগন্নাথ মন্দির
দিঘা, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: দীর্ঘ অপেক্ষার পর উদ্বোধন হয়েছে দিঘার জগন্নাথ ধামের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জগন্নাথ ধামের উদ্বোধনের পর উপচে পড়তে দেখা গিয়েছে পর্যটকদের ভিড়। দিঘার পর্যটন মানচিত্রে নতুন জায়গা করে নিয়েছে দিঘার এই জগন্নাথ ধাম। তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি জগন্নাথ ধামকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেও সেজে উঠতে দেখা যাচ্ছে।
জগন্নাথ ধামের উদ্বোধনের পর প্রথম দিঘায় মহাসমারোহে রথযাত্রা উদযাপন হয়। যে রথযাত্রা উদযাপনেও বহু মানুষের সমাগম দেখা গিয়েছিল। সেরকমই এবার প্রথমবার দিঘার জগন্নাথ ধামে পালিত হচ্ছে জন্মাষ্টমী। শনিবার জন্মাষ্টমী উপলক্ষে ঠিক সকাল ৬ টায় মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। আর তারপর সকাল ৬ঃ২০ মিনিটে মঙ্গল আরতি ও নাম সংকীর্তনের মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুরের দিঘার জগন্নাথ ধামে প্রথমবারের জন্য জন্মাষ্টমীর সূচনা হয়। জন্মাষ্টমী উপলক্ষে ও দিঘায় দর্শনার্থীদের ঢল নামতে দেখা গেল।
advertisement
advertisement
জন্মাষ্টমী উপলক্ষে এদিন ইসকন সন্ন্যাসীদের জগন্নাথ ধামে বিভিন্ন আচার রীতির কাজ শুরু করতে দেখা যায়। সকাল থেকেই শুরু হয়েছে নানা রীতিনীতি পালন। জন্মাষ্টমী দেশের বিভিন্ন জায়গায় পালিত হওয়ার পাশাপাশি জগন্নাথ ধামে যেহেতু এবার প্রথম জন্মাষ্টমী পালিত হচ্ছে তাই দর্শনার্থীদের মধ্যে আলাদা উৎসাহ উদ্দীপনায় চোখে পড়ছে।
advertisement
এই প্রসঙ্গে বলে রাখা ভাল, এবছর জন্মাষ্টমী পড়েছে ১৬ আগস্ট। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ছিল সরকারি ছুটি। ১৬ আগস্টও জন্মাষ্টমী এবং শনিবার হওয়ার কারণে রয়েছে সরকারি ছুটি। এসবের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গা থেকে পর্যটকদেরও আলাদা ভিড় দেখা যাচ্ছে দিঘায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১৫ অগাস্টের লং উইকেন্ডে দিঘায়! ঢুঁ মারতে ভুলবেন না জগন্নাথ ধামে, অপেক্ষা করছে বাড়তি পাওনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement