চাঁদার জুলুমবাজি! প্রতিবাদ করে হাসপাতালে যুবক, রাতের অন্ধকারে কাপুরুষের মতো হামলা অভিযুক্তদের

Last Updated:

রাতের অন্ধকারে যুবককের উপর বেপরোয়া চড়াও দুষ্কৃতীরা। ইট দিয়ে ক্রমাগত যুবকের মাথায় আঘাত বলে অভিযোগ।

চাঁদার জুলুমবাজি। ছবি সৌজন্যেঃ এআই
চাঁদার জুলুমবাজি। ছবি সৌজন্যেঃ এআই
বেলঘরিয়া, উত্তর ২৪ পরগনা, সুবীর দে: রাতের অন্ধকারে যুবককের উপর বেপরোয়া চড়াও দুষ্কৃতীরা। ইট দিয়ে ক্রমাগত যুবকের মাথায় আঘাত বলে অভিযোগ। কামারহাটি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড পাখির খাঁচা অঞ্চলের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। আশঙ্কাজনক অবস্থায় ২২ বছরের যুবক আদিত্য মোহন্তীকে ভর্তি করা হয় কামারহাটি সাগর দত্ত হাসপাতালে। গোটা ঘটনা তদন্তে বেলঘড়িয়া থানার পুলিশ।
আদিত্য মোহন্তীর মায়ের অভিযোগ, রাতের বেলা কাজ থেকে বাড়ি ফিরছিল আদিত্য, সেই সময় মাকে ফোন করে বলে গেট খুলে রাখার জন্য, নিজের এলাকা ২৫ নম্বর ওয়ার্ড অঞ্চলে ঢোকামাত্রই শুরু হয় আদিত্যের উপর দুষ্কৃতি হামলা, বাইক থেকে নামিয়ে আদিত্যকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা, ইট দিয়ে মাথায় ক্রমাগত আঘাত করতে থাকে দুষ্কৃতীরা, তারপর মাথা নর্দমার ভেতর ঢুকিয়ে দিয়ে সেই মাথার উপর পা দিয়ে দাঁড়িয়ে পড়ে দুষ্কৃতীরা।
advertisement
advertisement
এমনই নৃশংস দৃশ্যর সাক্ষী থাকে আদিত্যের মা, এরপর দৌড়ে গিয়ে ছেলেকে বাঁচাবার চেষ্টা করে চিৎকার করে আদিত্যের মা, তারপরই দুষ্কৃতীরা ওখান থেকে চম্পট দেয় বলে অভিযোগ। গোটা ঘটনায় গুরুতর জখম অবস্থায় আদিত্যকে নিয়ে যাওয়া হয় উত্তর ২৪ পরগনার কামারহাটি সাগর দত্ত হাসপাতালে। মাথায় গুরুতর আঘাত নিয়ে আদিত্য চিকিৎসাধীন কামারহাটির সাগর দত্ত হাসপাতালে।
advertisement
এলাকাবাসীর অভিযোগ, এই দুষ্কৃতীরা এই অঞ্চলে দাঁড়িয়ে মদ্যপান থেকে শুরু করে, গালিগালাজ করতে থাকে, পুজো আসলেই চলে চাঁদা আর জুলুমবাজি, দীর্ঘদিন ধরে প্রতিবাদ করেও কোনও সুফল হয়নি, আর এই প্রতিবাদীদের মধ্যেই একজন ছিল আদিত্য, যে কারণে তার উপর এই হামলা। সৌরভ, সায়ন , ওম, অগ্নিভোগ , দেবপ্রিয়, তন্ময়, আদিত্যকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর ও এলাকায় দুষকর্মের জন্য জড়িয়ে রয়েছে বলে অভিযোগ আদিত্যর মা ও এলাকাবাসীর। গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চাঁদার জুলুমবাজি! প্রতিবাদ করে হাসপাতালে যুবক, রাতের অন্ধকারে কাপুরুষের মতো হামলা অভিযুক্তদের
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement