East Bardhaman News: গঙ্গা, পুকুর দূষণ রোধে ফিল্টার চেম্বার সহ আরও কতকী...! নজির গড়ে বড় স্বীকৃতি পাচ্ছে বর্ধমানের এই পঞ্চায়েত
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
East Bardhaman News: জেলার মধ্যে প্রথম ওডিএফ প্লাস ও মডেল পঞ্চায়েত হতে চলেছে পূর্ব বর্ধমানের এই গ্রাম পঞ্চায়েত।
পূর্ব বর্ধমান: খোলা জায়গায় শৌচকর্ম, যত্রতত্র আবর্জনা, এক সময় পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী পঞ্চায়েতের চেনা ছবি ছিল ঠিক এই রকমই। কিন্তু এখন সেই ছবি অনেকটাই বদলেছে। জেলার মধ্যে প্রথম ওডিএফ প্লাস ও মডেল পঞ্চায়েত হতে চলেছে পূর্ব বর্ধমানের কালনা মহকুমার পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েত। ইতিমধ্যেই সব দিক থেকে চলছে জোরকদমে কাজ।
পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে দূষিত ড্রেনের জল যাতে পুকুর বা গঙ্গায় না পড়ে, তার জন্য তৈরি হচ্ছে ফিল্টার চেম্বার। বাড়ি বাড়ি গিয়ে পচনশীল ও কঠিন বর্জ্য আলাদা করে সংগ্রহ করছেন পঞ্চায়েত কর্মীরা। পচনশীল বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার। প্লাস্টিক মুক্ত পঞ্চায়েত গড়তে চলছে প্রচার, স্কুল পড়ুয়াদের নিয়ে র্যালিও হয়েছে চুপির হাটতলা পর্যন্ত।
advertisement
advertisement
পূর্ব বর্ধমানের ওই পঞ্চায়েত প্রধান অনিন্দিতা রায় জানিয়েছেন, পঞ্চায়েতের তরফে বিভিন্নভাবে প্রচার, হোডিং, দেওয়ালে বিভিন্ন স্কেচ, ফিল্টার চেম্বার, বাজারগুলিতে প্লাস্টিক ক্যারিব্যাগ না ব্যবহার করার প্রচার সহ একাধিক বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকলেই খুব ভাল ভাবে কাজ করছেন। তবে সমস্যা কিছু রয়েছে। অনেকেই আলাদা বর্জ্য না দিয়ে এখনও সব এক জায়গায় করে দিচ্ছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও এ বিষয়ে পঞ্চায়েত কর্মীরা সচেতন করছেন সকলকে। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্য ও কেন্দ্রের দুটি দল এলাকা পরিদর্শনে এলে মিলবে চূড়ান্ত স্বীকৃতি। ইতিমধ্যেই জেলার অন্যান্য পঞ্চায়েতকে এই মডেল অনুসরণ করার বার্তা দিয়েছে প্রশাসন। স্বচ্ছতা ও পরিবেশ রক্ষার দিক থেকে জেলার মুখ উজ্জ্বল করতে চলেছে পূর্বস্থলী।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 05, 2025 4:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: গঙ্গা, পুকুর দূষণ রোধে ফিল্টার চেম্বার সহ আরও কতকী...! নজির গড়ে বড় স্বীকৃতি পাচ্ছে বর্ধমানের এই পঞ্চায়েত