East Bardhaman News: কাঁচের বোতলে আস্ত জাহাজ! প্রবেশ করল কীভাবে! তাক লাগানো শিল্পকর্ম যুবকের, দামও আকাশছোঁয়া
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
East Bardhaman News: শহরের আলো থেকে দূরে থেকেও যে সৃজনশীলতা বিকশিত হতে পারে, তারই এক উজ্জ্বল উদাহরণ আউশগ্রামের প্রত্যন্ত গ্রাম শিবদার যুবক অঞ্জন বিশ্বাস।
আউশগ্রাম, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমান জেলার জঙ্গলমহল বললেই যে নামটি উঠে আসে, তা হল আউশগ্রাম। প্রকৃতির কোলে ঘেরা এই বিস্তীর্ণ জনপদে আজও লুকিয়ে রয়েছে অসংখ্য অজানা গল্প, অপ্রকাশিত প্রতিভা ও মানুষের জীবনসংগ্রাম। শহরের আলো থেকে দূরে থেকেও যে সৃজনশীলতা বিকশিত হতে পারে, তারই এক উজ্জ্বল উদাহরণ আউশগ্রামের প্রত্যন্ত গ্রাম শিবদার যুবক অঞ্জন বিশ্বাস। শিবদা গ্রামের বাসিন্দা অঞ্জন বিশ্বাসের শিল্পকর্ম প্রথম দেখাতেই বিস্মিত করে যে কাউকে। তাঁর তৈরি শিল্পকর্ম একেবারেই আলাদা ঘরানার। বিশেষ করে কাঁচের বোতলের ভিতরে আস্ত একটি জাহাজ, এই শিল্পকর্ম দেখলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, বোতল না ভেঙে কীভাবে সেই জাহাজ ভেতরে প্রবেশ করানও সম্ভব!
কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করে তোলাই অঞ্জনের বিশেষত্ব। ধৈর্য, নিখুঁত পরিকল্পনা ও দীর্ঘ অনুশীলনের মাধ্যমে তিনি এই ব্যতিক্রমী শিল্পকর্ম তৈরি করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “বাবা কাঠের শিল্পী, সেইজন্য ছোট থেকে বাবাকে দেখেই অনুপ্রাণিত হয়ে ওঠা। তবে ইচ্ছা ছিল কিছু নতুন কিছু করার, তাই আমি এইধরনের কাজগুলো নিজের চেষ্টাতেই করি।” অঞ্জনের পরিবারে রয়েছেন বাবা ও মা। দিদির আগেই বিয়ে হয়ে গেছে। বর্তমানে অঞ্জন একটি বেসরকারি সংস্থায় কর্মরত। তবে চাকরির ব্যস্ততার মাঝেও নিজের শিল্পচর্চা থেকে কখনও সরে যাননি তিনি।
advertisement
advertisement
কাজের ফাঁকে কিংবা অবসর সময় পেলেই ব্যস্ত হয়ে পড়েন নতুন কিছু তৈরির নেশায়। শিল্পই যেন তাঁর আত্মার খোরাক। কাঁচের বোতলের ভিতর জাহাজ তৈরির পাশাপাশি পূর্ব বর্ধমানের অঞ্জন তৈরি করেন আকর্ষণীয় কাঠের ঘড়ি, আবার কখনও গোটা ডিমের উপর সূক্ষ্ম নকশা এঁকে তাক লাগিয়ে দেন। প্রতিটি শিল্পকর্মেই ফুটে ওঠে তাঁর সৃজনশীল মনন ও পরিশ্রমের ছাপ। কোনও প্রশিক্ষণ কেন্দ্র নয়, সম্পূর্ণ নিজের চেষ্টাতেই তিনি এই শিল্পকর্ম রপ্ত করেছেন। দীর্ঘদিনের প্রচেষ্টা আর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেই আজ তিনি নিজের একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি এই বিষয়ে আরও বলেন, “খুবই ধৈর্যের সঙ্গে আমাকে সব কাজ করতে হয়। তবে সবাই আমার এই কাজের প্রশংসা করেন আমার এটাই বেশি ভাল লাগে।” অঞ্জনের তৈরি শিল্পকর্মের চাহিদা এখন শুধুমাত্র স্থানীয় এলাকাতেই সীমাবদ্ধ নয়। অনলাইন মাধ্যমেও তাঁর তৈরি জিনিসের যথেষ্ট চাহিদা রয়েছে। বিশেষ করে গিফট আইটেম হিসেবে এই শোপিসগুলি বেশ জনপ্রিয়। কাঁচের বোতলের ভিতরে তৈরি জাহাজের শোপিস এক একটি বিক্রি হচ্ছে প্রায় এক হাজার থেকে দেড় হাজার টাকা দামে। যারা ভিন্নধর্মী ও অভিনব উপহার খুঁজছেন, তাঁদের কাছে অঞ্জনের এই শিল্পকর্ম নিঃসন্দেহে আকর্ষণীয়। গ্রামের মাটিতে দাঁড়িয়েই নিজের প্রতিভা ও পরিশ্রমের জোরে স্বপ্নের পথ তৈরি করে চলেছেন অঞ্জন বিশ্বাস। তাঁর মতো তরুণ শিল্পীরাই প্রমাণ করছেন, প্রতিভা কখনও শহরের গণ্ডিতে বাঁধা থাকে না, সঠিক সুযোগ ও স্বীকৃতি পেলে গ্রাম থেকেও উঠে আসতে পারে অনন্য সৃষ্টির গল্প।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Dec 30, 2025 3:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: কাঁচের বোতলে আস্ত জাহাজ! প্রবেশ করল কীভাবে! তাক লাগানো শিল্পকর্ম যুবকের, দামও আকাশছোঁয়া









