Puppet Show: ইন্দোনেশিয়ার বিখ্যাত পুতুলনাচ আউশগ্রামের মাঠে, টেক্কা দিল 'চদর-বদর'! লা-জবাব পরিবেশনে মুগ্ধ সবাই

Last Updated:

East Bardhaman Puppet Show: আউশগ্রামের মাঠে বিদেশের শিল্পীরা ভারতে এসে দেখালেন তাঁদের বিখ্যাত ইন্দোনেশিয়ান পুতুলনাচ ওয়ায়াং পোতেহি। হল চদর-বদর পরিবেশন।

+
আউশগ্রামে

আউশগ্রামে অনুষ্ঠানস্থল

আউশগ্রাম, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: ইন্দোনেশিয়া–ভারতের লোকসংস্কৃতির অসাধারণ মিলনমেলা আউশগ্রামে! পুতুল নাচে মুগ্ধ হাজারো মানুষ। ইন্টারনেটের যুগে যখন হারিয়ে যেতে বসেছে প্রাচীন লোকশিল্প পুতুল নাচ, ঠিক তখনই আউশগ্রামের জঙ্গলমহল যেন ফিরে পেল বহু শতাব্দীর ঐতিহ্য। কাঁটাতার, সীমানা, ভৌগোলিক দূরত্ব ভুলে ইন্দোনেশিয়া ও ভারতের দুই ভিন্ন সংস্কৃতি চদর-বদর ও ওয়ায়াং পোতেহির হল একরকম মেলবন্ধন। বুধবার সন্ধ্যায় আউশগ্রামের মাঠে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। বিদেশের শিল্পীরা ভারতে এসে দেখালেন তাঁদের বিখ্যাত ইন্দোনেশিয়ান পুতুলনাচ ওয়ায়াং পোতেহি।
আর ভারতের আদিবাসী সম্প্রদায়ের শতাব্দী প্রাচীন চদর-বদর পুতুল নাচ তো ছিলই প্রধান আকর্ষণ। দুই দেশের আবেগ, ইতিহাস ও বিশ্বাস যেন এক সুতোয় গাঁথা হয়ে গেল মুহূর্তে। ইন্দোনেশিয়ার পুতুল নাচ দলের প্রধান টনি হারসনো বলেন, “আমি খুবই খুশি। কারণ এই জায়গার এত মানুষ আমাদের অনুষ্ঠান দেখল। বন্ধুর মত এখানকার মানুষ আমাদের স্বাগত জানিয়েছেন। ভারতে এসে আমরা খুবই খুশি।” একটি নাট্য সংস্থার উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই আগে কখনও বিদেশি পুতুল নাচ দেখেননি। তাই ছিল আলাদা উত্তেজনা, আলাদা উচ্ছ্বাস।
advertisement
advertisement
সংস্থার তরফে অমিতাভ ভট্টাচার্য বলেন, “আমাদের সংস্থা বহুবছর ধরে পারম্পরিক লোকসংস্কৃতি নিয়ে কাজ করছে দেশ জুড়ে। যাদের পরম্পরা তাদের একটা সরাসরি বাজার পাওয়ার খুব দরকার। আদান-প্রদান খুবই প্রয়োজন তাহলে তাদের সম্মান বাড়ে। আদান-প্রদানের মাধ্যমে শিল্পী, শিল্পের এবং তার গ্রামের সম্মান বাড়ে। এই পারম্পারিক সংস্কৃতির মধ্যেই পুতুল পড়ে। আমি চাই ইন্দোনেশিয়ার পুতুলের সঙ্গে এখানকার চদর বদর একসঙ্গে মিলিত হয়ে কিছু করুক। আমার আশা চাদর বদর হয়তো কোন না কোন দিন বিদেশে যাবে।” চদর-বদর পুতুলনাচের ইতিহাসও কম নয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
‘চদর’ মানে চাদর, আর ‘বদর’ বা ‘বাঁধনি’ অর্থাৎ বাঁধা। একটি কাপড়ের ভিতরে তৈরি হয় নাচের কাঠামো। ৭-৮ ইঞ্চি লম্বা পুতুলগুলি বেল, জাম বা শিরিষ কাঠে দক্ষ হাতে তৈরি করা হয়। ধামসা, মাদল, হারমোনিয়ামের সুরে আদিবাসী গান গেয়ে যখন পুতুলগুলি ঘুরে ঘুরে নাচতে থাকে, তখন যেন তাদের জীবন্ত মনে হয়। কিন্তু দুঃখের বিষয় এই প্রাচীন লোকশিল্প আজ হারিয়ে যাওয়ার মুখে। তবে দুর্গাপুজোর সময় এই চদর-বদর পুতুল নাচ এখনও কিছু জায়গায় দেখা যায়। তবে আউশগ্রামের মানুষ এমন এক মনোমুগ্ধকর সন্ধ্যার সাক্ষী হলেন, যা হয়ত আগামী বহু বছর ধরে মনে রাখার মতো। দুই দেশের সংস্কৃতির এই অনুষ্ঠান শুধু বিনোদন নয়, এ যেন দুই জনগোষ্ঠীর আত্মার সংযোগ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Puppet Show: ইন্দোনেশিয়ার বিখ্যাত পুতুলনাচ আউশগ্রামের মাঠে, টেক্কা দিল 'চদর-বদর'! লা-জবাব পরিবেশনে মুগ্ধ সবাই
Next Article
advertisement
গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল ! এখনও সেই ধারা অব্যাহত, ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হয়ে যাবে, পাইলটরা দুষছেন দুর্বল পরিকল্পনাকে
গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল ! এখনও তা অব্যাহত, ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হবে
  • গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল !

  • ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হয়ে যাবে

  • পাইলটরা দুষছেন দুর্বল পরিকল্পনাকে

VIEW MORE
advertisement
advertisement