গোবর থেকে তৈরি রঙ, হু হু করে বাড়ছে চাহিদা! কী কী গুণ রয়েছে জানলে আপনিও কিনতে চাইবেন

Last Updated:

পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র পূর্ব বর্ধমানেই গোবর থেকে তৈরি হয় পরিবেশ-বান্ধব 'খাদি প্রাকৃতিক পেইন্ট'

+
গোবর

গোবর থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব রঙ

বর্ধমান,সায়নী সরকারঃ গোবর থেকে তৈরি হচ্ছে রঙ। খাদির এই প্রকল্প বর্ধমানে রমরমিয়ে চলছে। গোবর থেকে তৈরি এই রঙ শুধু বর্ধমানেই নয়, বিভিন্ন জেলায় এমনকি অন্যান্য রাজ্যেও যাচ্ছে। এই রঙয়ে কোনও ক্ষতিকর পদার্থ বা কেমিক্যাল নেই। সিসা, পারদ, ক্রোমিয়াম, আর্সেনিক, ক্যাডমিয়াম প্রভৃতি এতে নেই; বরং রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ। কারণ সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই রঙ তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র পূর্ব বর্ধমানেই গোবর থেকে তৈরি হয় পরিবেশ-বান্ধব ‘খাদি প্রাকৃতিক পেইন্ট’।
সম্পূর্ণ পরিবেশবান্ধব পদ্ধতিতে এই রঙ তৈরি হয়। অন্যান্য রঙয়ে ভারী ধাতু থাকার ফলে যে ক্ষতিকারক প্রভাবগুলি পড়ে তা এই রঙয়ে থাকে না। এছাড়া অন্যান্য রঙগুলি ঘরে করার পর তীব্র গন্ধের জন্য সঙ্গে সঙ্গে সেই ঘরে ঢোকা যায় না।  এই রঙে সেই গন্ধও থাকে না।
আরও পড়ুনঃ নদীর বাঁধ ভেঙে বিপত্তি! তলিয়ে গেল বিস্তীর্ণ এলাকার ফসল! বিরাট ক্ষতির আশঙ্কা কৃষকদের
পরিবেশবান্ধব পণ্যের জন্য কাঁচামাল হিসাবে গোবরের ব্যবহার করা হয়। তার সঙ্গে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বেশ কিছু মিনারেলস মিশিয়ে প্রস্তুত করা হয় এই রঙ। প্রথম বেসের সাদা রঙ তৈরি করা হয়। পরবর্তীতে চাহিদা মতো রঙ মিশিয়ে নেওয়া হয়।
advertisement
advertisement
খাদির এই প্রকল্পের রঙ প্রস্তুতকারী সংস্থার সদস্য ডাক্তার সৌমরাজ ব্যানার্জি বলেন, জয়পুর থেকে ট্রেনিং নিয়ে আসার পর এখানে যখন এই প্রকল্পের কাজ শুরু করি তখন প্রথম দিকে সবচেয়ে বড় সমস্যা ছিল রঙ তৈরি করে কোথায় বিক্রি করব? কারণ সাধারণ মানুষের মধ্যে এই পরিবেশবান্ধ রঙ সম্পর্কে ধারণা ছিল না। মানুষের মধ্যে এই সচেতনতা তৈরি করাই আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। পাশাপাশি এই রঙের কি গুণ এবং অন্য রঙ ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে সেটা বিক্রেতাদের বোঝানোর বিষয় ছিল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রথমে বিক্রি নিয়ে চ্যালেঞ্জ থাকলেও বর্তমানে মানুষের মধ্যে সচেতনতা বাড়ায় এই গোবরের রঙের চাহিদা ক্রমশ বাড়ছে। গোবর থেকে তৈরি এই প্রাকৃতিক রঙ শুধু যে পরিবেশ বান্ধব তাই নয়, এটি মানুষের স্বাস্থ্যের জন্যও উপকারী। বর্ধমানের এই উদ্যোগ এক নতুন দিগন্তের উন্মোচন করেছে, যা ভবিষ্যতে আরও অনেককে পরিবেশবান্ধব পণ্য তৈরিতে অনুপ্রাণিত করবে বলে আশা করা যায়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গোবর থেকে তৈরি রঙ, হু হু করে বাড়ছে চাহিদা! কী কী গুণ রয়েছে জানলে আপনিও কিনতে চাইবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement