Teacher Crisis: আছে ক্লাসরুম, মিড ডে মিল কিচেন...! নেই শুধু শিক্ষক, তালা ঝুলছে স্কুলে, বাড়ছে কুকর্ম
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Teacher Crisis: শিক্ষার আলো ছড়ানোর স্বপ্ন নিয়ে যে বিদ্যালয় একদিন প্রাণভরে জেগে উঠেছিল, আজ তা নিঃসঙ্গ, নীরব, রয়েছে শুধু স্মৃতির স্তূপ।
পূর্ব বর্ধমান: শিক্ষার আলো ছড়ানোর স্বপ্ন নিয়ে যে বিদ্যালয় একদিন প্রাণভরে জেগে উঠেছিল, আজ তা নিঃসঙ্গ, নীরব, রয়েছে শুধু স্মৃতির স্তূপ। পূর্ব বর্ধমানের কালনা মহকুমার কালীনগর গ্রামের মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটি গত দুই বছর ধরে বন্ধ। কারণ একটাই, শিক্ষকের অভাব। শ্রেণীকক্ষ, মিড-ডে মিল ঘর, শৌচাগার সবই এখনও দাঁড়িয়ে আছে। শুধু নেই কোন শিক্ষক আর পড়ুয়া। ২০০৫ সালে কালীনগর প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাধ্যমিক বিভাগের সূচনা হয়। পরে সর্বশিক্ষা মিশনের অধীনে ২০১৫ সালে নির্মিত হয় পৃথক ভবন। চারজন শিক্ষক আর প্রায় ১৪০ থেকে ১৫০ জন পড়ুয়া নিয়ে গড়ে উঠেছিল শিক্ষা কেন্দ্রটি।
পূর্ব বর্ধমানের কালীনগর ছাড়াও উদয়গঞ্জ, গয়েশপুর, কলডাঙা, নতুনচরের ছেলেমেয়েরা এখানে এসে পড়াশোনা করত। কিন্তু ২০১৫ সাল থেকেই শুরু হয় ধস। একজন শিক্ষকের মৃত্যু, অন্যদের অবসর এবং অবশেষে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রধান শিক্ষক মদনমোহন পাত্রের বিদায়। সব মিলিয়ে এখন স্কুলটি পুরোপুরি শিক্ষকশূন্য। পড়ুয়াদের বাধ্য হয়ে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। আর তখন থেকেই স্কুলের মূল ফটকে ঝুলছে তালা। কালীনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সরকার বলেন, “শিক্ষকের অভাবে স্কুলটা বন্ধ হয়ে পড়ে আছে। এই নিয়ে গ্রামবাসী সহ আমরাও অনেক জায়গায় জানিয়েছি, কিন্তু কিছুই হয়নি। এখন এখানে অসামাজিক কার্যকলাপ বেশি হয়।”
advertisement
advertisement
সবচেয়ে বড় সমস্যা কালীনগর মূল জেলার সঙ্গে বিচ্ছিন্ন। ভাগীরথী পেরিয়ে যেতে হয় ধাত্রীগ্রামের কোয়ার্টার ঘাট হয়ে। বর্ষাকালে নদী ফুলেফেঁপে উঠলে ছেলেমেয়েদের বুক সমান জল ঠেলে বা নৌকায় ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয়। কেউ যায় ধাত্রীগ্রামে, কেউ কৃষ্ণদেবপুরে। অনেকেই পড়াশোনা ছেড়ে দিয়েছে। কেউ কেউ পরিবার চালাতে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে শ্রমিকের কাজ নিতে। স্থানীয়রাও এতে হতাশ হচ্ছেন। এদিকে স্কুল ভবনের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। শ্রেণীকক্ষের দরজা, ফ্যান, বেঞ্চ-টেবিল সবই ভেঙে পড়েছে। মিড-ডে মিল ঘরে জমেছে আবর্জনার স্তূপ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের অভিযোগ, এখন ওই পরিত্যক্ত ভবনে আড্ডা দিচ্ছে কিছু বেকার যুবক, বেড়ে চলেছে অসামাজিক কাজকর্ম। যদিও এ বিষয়ে কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল জানিয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এবং শিক্ষক নিয়োগ হলে স্কুল আবার চালু করা হবে। চারটি গ্রামের শিক্ষার একমাত্র ভরসা ছিল যে প্রতিষ্ঠান, তা আজ শুধুই নীরব নিদর্শন। তবে প্রশাসনিক সদিচ্ছা থাকলেই এই স্কুল ফের প্রাণ ফিরে পেতে পারে। বর্তমানে স্কুল খোলার অপেক্ষায় রয়েছেন বহু মানুষ।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 10, 2025 3:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Teacher Crisis: আছে ক্লাসরুম, মিড ডে মিল কিচেন...! নেই শুধু শিক্ষক, তালা ঝুলছে স্কুলে, বাড়ছে কুকর্ম