East Bardhaman News: কাটোয়ায় বিস্ফোরণ...! মৃত ১, খবর পেয়েই যা করলেন রাষ্ট্রপতি সম্মানিত বাউল শিল্পী

Last Updated:

অনেকে বলছেন, এমন বার্তা হয়ত হিংসা ছড়ান মানুষদেরও ভাবতে বাধ্য করবে। গ্রামের মানুষজন শিল্পীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাউল শিল্পী স্বপন দত্ত
বাউল শিল্পী স্বপন দত্ত
পূর্ব বর্ধমান: বোমা আতঙ্কের মধ্যে রাজুয়া গ্রামে শান্তির বার্তা নিয়ে এলেন বাউল শিল্পী স্বপন দত্ত। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ পরপর দু’টি বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা গ্রাম। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হন। গ্রামের মানুষজন তখন থেকেই আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এই ভয়ঙ্কর ঘটনার পর হঠাৎই শান্তির বার্তা নিয়ে গ্রামে হাজির হন রাষ্ট্রপতি সম্মানিত বাউল শিল্পী স্বপন দত্ত। একতারা হাতে নিয়ে তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে গেয়ে ওঠেন শান্তির গান। গানের মাধ্যমে তিনি জানান হিংসা নয়, ভালবাসা এবং সম্প্রীতির মধ্যেই রয়েছে সত্যিকারের শক্তি।
advertisement
advertisement
বাউল শিল্পী স্বপন দত্ত বলেন, “বোমা, বারুদ মুক্ত বাংলা গড়ে উঠুক আমি এটাই চাই। সেই কারণে বাউল গানের মাধ্যমে সকলকে সচেতন করতে এসেছিলাম। সবটাই করেছি বিনা পারিশ্রমিকে এবং নিঃস্বার্থ ভাবে।” বোমার শব্দে আতঙ্কিত রাজুয়া গ্রামের মানুষদের তিনি শুধু গান শোনাননি, তাঁদের সঙ্গে কথা বলে সাহসও জুগিয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
তাঁর গানে বারবার উঠে এসেছে বারুদের বিরুদ্ধে প্রতিবাদ আর শান্তিপূর্ণ বাংলার স্বপ্ন। এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রামবাসীদের মন ছুঁয়ে গেছে। আতঙ্ক আর অস্থিরতার মধ্যে স্বপন দত্তর সুর যেন নতুন আশার আলো নিয়ে এসেছে। অনেকে বলছেন, এমন বার্তা হয়ত হিংসা ছড়ান মানুষদেরও ভাবতে বাধ্য করবে। গ্রামের মানুষজন শিল্পীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: কাটোয়ায় বিস্ফোরণ...! মৃত ১, খবর পেয়েই যা করলেন রাষ্ট্রপতি সম্মানিত বাউল শিল্পী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement