Teacher: স্যার তো নন, যেন...! পড়ুয়াদের আদর-যত্ন দেখলে অবাক হবেন, স্কুলে এলেই ঘিরে ধরে পড়ুয়ারা

Last Updated:

Teacher: এমন শিক্ষক আজকাল আর ক'জনই বা দেখা যায়! স্কুলের গণ্ডি পেরিয়ে পড়ুয়াদের ‘দাদা’ হয়ে উঠেছেন।

+
শিক্ষক

শিক্ষক মিসকিন মণ্ডল 

পূর্ব বর্ধমান: এমন শিক্ষক আজকাল আর ক’জনই বা দেখা যায়! পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের ঝুঝকাডাঙ্গা গ্রামের বাসিন্দা মিসকিন মণ্ডল যেন স্কুলের গণ্ডি পেরিয়ে পড়ুয়াদের ‘দাদা’ হয়ে উঠেছেন। মেনাডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। তবে তাঁর পড়ানো শুধু বই-খাতা পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং আদরের ছোঁয়ায় গড়ে তুলেছেন এক ভালবাসার পাঠশালা। বিদ্যালয়ের সকল পড়ুয়া আদিবাসী পরিবারের।
অনেক সময় নানা কারণে তারা স্কুলে আসে না। তখনই বাইকে চেপে মিসকিন বাবু হাজির হন কারো মাঠে, কারো বাড়িতে। কখনও নিজেই তাদের স্কুল ইউনিফর্ম পরিয়ে নিয়ে আসেন, তো কখনও এলোমেলো চুল আঁচড়ে দেন ভালবাসার ছোঁয়ায়। জামার বোতাম খোলা? সেটাও ঠিক করে দেন নিজের হাতে! শুধু তাই নয়, স্কুল ছুটির পর পড়ুয়াদের নিজের বাইকে চড়িয়ে পৌঁছে দেন বাড়ি। প্রতিদিন এক একজন পড়ুয়া পায় এই ‘স্পেশাল বাইক রাইড’ এর সুযোগ।
advertisement
advertisement
মিসকিন বাবুর জন্য পড়ুয়াদের মধ্যে যেন লটারি পড়ার মত আনন্দ কাজ করে। মিসকিন বাবু বলেন, “পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এবং স্কুলমুখী করতে আমার যতটা করা সম্ভব আমি করার চেষ্টা করি। ওদের মুখে হাসি ফুটাতে পারলেই আমি খুশি। স্কুলে না এলে বাড়ি বাড়ি গিয়ে আমি ওদের নিয়ে আসি। আর যেহুতু আমি এলাকার ছেলে তাই ওরাও আমাকে খুব ভালবাসে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যালয়ে মাঝেমধ্যে নিজেই রান্না করেন মিসকিন বাবু, আর পড়ুয়াদের খাওয়ান ভালবাসা মেশানো খাবার। বিভিন্ন অনুষ্ঠানে পড়ুয়াদের সুযোগ করে দেন মঞ্চে উঠে নিজেদের প্রতিভা দেখানোর। এমনকি প্রয়োজন পড়লে নিজের পয়সায় কিনে দেন খাতা-কলম, জামা-জুতোও। এভাবেই শিক্ষকতা পেরিয়ে মিসকিন মণ্ডল গড়ে তুলেছেন এক মানবিক সম্পর্ক। শুধু পড়ান নয়, আদর, যত্ন, আর দায়িত্ব নিয়ে তিনি যেন পড়ুয়াদের বড় দাদা। পূর্ব বর্ধমানের এই শিক্ষক সত্যিই এক উজ্জ্বল ব্যতিক্রম, যিনি প্রমাণ করেন আদর্শ শিক্ষক মানেই শুধু পাঠ্য বইয়ের শিক্ষক নয়, একজন ভাল মানুষও।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Teacher: স্যার তো নন, যেন...! পড়ুয়াদের আদর-যত্ন দেখলে অবাক হবেন, স্কুলে এলেই ঘিরে ধরে পড়ুয়ারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement