বর্ধমানের 'নবাবহাট' শুধু 'নাম' নয়! বর্ধমানের ইতিহাসের জীবন্ত দলিল! কারণ জানলে শিহরিত হবেন আপনিও

Last Updated:

East Bardhaman News: বর্তমানে যে জায়গাটির 'নবাবহাট' নামে পরিচিত সেই জায়গাতেই তাঁবু ফেলেন সেনাবাহিনী থাকার জন্য। ধীরে ধীরে ওই অঞ্চলে সেনাবাহিনীর প্রয়োজনীয় সামগ্রী বিক্রির জন্য বসতে শুরু করে একটি ছোট মেলা যা পরিণত হয় হাটে।

+
বর্তমান

বর্তমান নবাবহাটের ছবি

বর্ধমান: আমরা যা আজ ইতিহাস বইয়ের পাতায় পড়ি তার অনেক স্মৃতি বহন করে চলেছে আমাদের এই শহর। আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ইতিহাস। আমাদের এই চেনার শহর বর্ধমানে লুকিয়ে রয়েছে নানান অজানা গল্প। শহরেরই এমন বহু জায়গা রয়েছে যেগুলির নামকরণ হয়েছিল সেই সময়কার ইতিহাসকে মাথায় রেখে কিন্তু আমরা হয়তো অনেকেই জানিনা সেই সব কাহিনী। তেমনই একটি জায়গা হল বর্ধমানের নবাবহাট।
ইতিহাসের চোরাগলি পেরিয়ে পাল্টেছে এ শহর কিন্তু শুধু নামের মধ্যে দিয়ে এই জায়গা বহন করে চলেছে কত স্মৃতি। আজ জেনে নেব এই চেনা শহরের সেই রকমই এক অজানা স্মৃতির কথা। সপ্তদশ শতকের শেষ দিকে ক্ষমতার লড়াই চলছিল বর্ধমানকে কেন্দ্র করে। ১৬৯৬ খ্রিস্টাব্দের সেই সময় রাজা না হলেও বর্ধমানের তৎকালীন শাসক ছিলেন কৃষ্ণরাম রায়। যিনি ছিলেন বর্ধমানের রাজা চিত্রসেন রায়ের দাদু। তিনিই খনন করিয়েছিলেন কৃষ্ণসায়র কিন্তু পরবর্তী সময় সেই সায়রেই স্নান করার সময় খুন হতে হয় তাকে। আর ঠিক সেই সময় কৃষ্ণরাম রায়কে সহায়তার জন্য ঢাকার নবাব জবরদস্ত খান তার বিশাল সেনাবাহিনী নিয়ে বর্ধমানে আসেন।
advertisement
আরও পড়ুনঃ আচমকাই ঝাপসা দেখছেন? চোখ লাল? সাবধান…এটি ‘চোখের ক্যানসার’-এর প্রাথমিক লক্ষণ! ‘৭’ উপসর্গের একটিও থাকলে আজই ডাক্তার দেখান
বর্তমানে যে জায়গাটির ‘নবাবহাট’ নামে পরিচিত সেই জায়গাতেই তাঁবু ফেলেন সেনাবাহিনী থাকার জন্য। ধীরে ধীরে ওই অঞ্চলে সেনাবাহিনীর প্রয়োজনীয় সামগ্রী বিক্রির জন্য বসতে শুরু করে একটি ছোট মেলা যা পরিণত হয় হাটে। পরবর্তীতে জবরদস্ত খান তার সেনাবাহিনী নিয়ে ফিরে গেলেও হাটটি সেই জায়গায় থেকেই যায়। কারণ ততদিনে আশেপাশের গ্রামের মানুষের কেনাকাটা ও ব্যবসার জন্য একটি স্থান হয়ে উঠেছিল জায়গাটি। যেহেতু নবাবকে কেন্দ্র করে ওই হাট গড়ে ওঠে তাই ওই হাটের নামও হয়ে যায় নবাবহাট। পরবর্তী সময়ে রানী বিশাল কুমারী ১০৮ মন্দির গড়ে তোলেন ওই এলাকায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফ্রিজে ৩/৪ দিন মাছ থাকলেই বদলে যায় স্বাদ, গন্ধ! শুধু ‘এই’ উপায়ে সংরক্ষণ করুন, ১ সপ্তাহ পর্যন্ত থাকবে বাজারের মতোই ‘ফ্রেশ’ 
সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে অনেক কিছুই গড়ে উঠেছে একের পর এক আকাশচুম্বি অট্টালিকা। তেমনভাবেই পরিবর্তন ঘটেছে বর্ধমানের নবাবহাটেও। তবুও নামের মধ্য দিয়ে বহু স্মৃতি বহন করে চলেছে এই এলাকা। বর্তমানে প্রতিদিন আর হাট বসে না বরঞ্চ নবাবহাটে গড়ে উঠেছে একটি বাসস্ট্যান্ড যেখানে প্রতিদিন প্রায় হাজারে হাজারে মানুষ আসে তাদের গন্তব্যে পৌঁছনোর জন্য আবার অনেকেই আসে ১০৮ মন্দিরে পুজো দিতে কিন্তু আজ তাদের মধ্যে অধিকাংশ মানুষই হয়তো জানেন না এই এলাকার ইতিহাস বা নামের পিছনে লুকিয়ে থাকা ‘এই’ কাহিনী।
advertisement
সায়নী সরকার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ধমানের 'নবাবহাট' শুধু 'নাম' নয়! বর্ধমানের ইতিহাসের জীবন্ত দলিল! কারণ জানলে শিহরিত হবেন আপনিও
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement