চোখের সামনে নেতিয়ে পড়ল একরত্তি, তারপর সব শেষ! গাফিলতির অভিযোগে তুমুল বিক্ষোভ দুর্গাপুরে

Last Updated:

ওষুধ কিনে বাড়ি ফিরে আসার পর শুক্রবার ভোরে ফের ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়।

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
দুর্গাপুর, দীপিকা সরকার : দুর্গাপুর নগর নিগমের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রেফার কাগজ থাকা সত্ত্বেও দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি না নেওয়ায় সাড়ে তিন বছরের শিশুর অকাল মৃত্যু। গাফিলতির অভিযোগ তুলে চরম বিক্ষোভ হাসপাতাল চত্ত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন মৃত শিশুর পরিবার পরিজনরা।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর স্টিল টাউনশিপের  বি-জোনের  রামানুজম এলাকা থেকে সামান্য জ্বর নিয়ে ওই একরত্তি শিশুকে স্থানীয় দুর্গাপুর নগর নিগমের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরিবার। সেখান থেকে শিশুর অবস্থার অবনতি দেখে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয় ঋক বাউরী নামে সাড়ে তিন বছরের ওই শিশুকে।
advertisement
আরও পড়ুন : দু’দিনের মধ্যে টাকা ঢুকল অ্যাকাউন্টে! এই সরকারি প্রকল্পে ‘এক্সপ্রেস পরিষেবা’ পেল পড়ুয়া 
বৃহস্পতিবার মহকুমা হাসপাতালে শিশু বিশেষজ্ঞকে দেখানোর পর তাকে ভর্তি নেওয়ার আবেদন করা হয় পরিবারের পক্ষ থেকে। অভিযোগ, ভর্তি না নিয়ে কিছু ওষুধপত্র দিয়ে ঋককে ছেড়ে দেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। ওষুধ কিনে বাড়ি ফিরে আসার পর শুক্রবার ভোরে ফের ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়। পুনরায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
advertisement
advertisement
আরও পড়ুন : পরিষেবা না পেয়ে সোজা মন্ত্রীকে মেইল! তারপরেই খেলা শুরু, ২৪ ঘণ্টায় বড় পরিবর্তন
ঘটনায় কান্নায় ভেঙে পড়েন শিশুর মা-বাবা সহ পরিবারের লোকজন। এরপরেই দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনেই ক্ষোভে ফেটে পড়েন ঋকের পরিবার। উত্তেজিত পরিবারের লোকজনকে সামাল দিতে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও অভিযোগ অস্বীকার করে মহকুমা হাসপাতালের একজন চিকিৎসক কৃষ্ণেন্দু রায় জানান, হাসপাতালে এমন বহু রোগী আসেন, সময় থাকতে যাদের ভর্তি করতে বলা হলে ভর্তি করেন না। এরপর হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তোলেন। অবশেষে পুলিশের আশ্বাসের বিক্ষোভ উঠে যায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চোখের সামনে নেতিয়ে পড়ল একরত্তি, তারপর সব শেষ! গাফিলতির অভিযোগে তুমুল বিক্ষোভ দুর্গাপুরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement