প্রায় ৪০০ বছর প্রাচীন দুর্গাপুজো! ৪০০ বছর পুরনো পুজো ঘিরে উন্মাদনা তুঙ্গে... সপ্তমী থেকে নবমী পর্যন্ত বিশেষ 'ভোগ'
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
মুর্শিদাবাদের অন্যতম দুর্গাপুজো হল ৪০০ বছর পুরনো আটপলগাছি বন্দ্য়োপাধ্য়ায় পরিবারের দুর্গাপুজো। যাকে ঘিরে এলাকায় উন্মাদনা থাকে তুঙ্গে।
রঘুনাথগঞ্জ, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় রয়েছে প্রাচীন দুর্গাপুজো। মুর্শিদাবাদের অন্যতম দুর্গাপুজো হল ৪০০ বছর পুরনো আটপলগাছি বন্দ্য়োপাধ্য়ায় পরিবারের দুর্গাপুজো। যাকে ঘিরে এলাকায় উন্মাদনা থাকে তুঙ্গে।
বন্দ্য়োপাধ্য়ায় পরিবারের এক সদস্য অজয় বন্দ্য়োপাধ্য়ায় জানান, দীর্ঘ ৪০০ বছর পূর্বে এই এলাকায় দুর্গাপুজো হত না। হঠাৎ পূর্বপুরুষরা স্বপ্নাদেশ পান মন্দির সংলগ্ন একটি বিল, যা বিল ভাগীরথী নদীর সঙ্গে যুক্ত আছে, সেই বিলে পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে নিয়ে বাজনা বাজিয়ে মাকে আহ্বান করে নিয়ে আসা হবে। সেই বিলের সামনে পরিবারের সেই সময়কার সদস্যরা উপস্থিত হয়ে ভক্তি ভরে মাকে আহ্বান করতে থাকেন। দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরে একটি ঘট সেই জলে ভেসে আসে তার ওপরে একটি জবা ফুল। সেই ঘরটিকে সেখান থেকে ভক্তি ভরে নিয়ে গিয়ে মন্দিরের বেদীর তলেই প্রতিষ্ঠা করা হয়।
advertisement
advertisement
মহালয়ার পর প্রতিপদের ঘট ভরা থেকেই শুরু হয় দুর্গাপুজো। দুর্গাপুজোর সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রত্যেকদিনই অন্ন ভোগের সঙ্গে মাছের ভোগ দিতে হয়। এমনকি অষ্টমীর দিনও মাছের ভোগ দেওয়া হয় মা দুর্গাকে। এই মন্দিরে মা দেবী মূর্তিতেই পুজিত হন। পূর্বপুরুষ থেকেই সমস্ত নিয়ম-নিষ্ঠা একই রেখে মায়ের পুজো সাড়ম্বর এই চলে আসছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 18, 2025 3:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রায় ৪০০ বছর প্রাচীন দুর্গাপুজো! ৪০০ বছর পুরনো পুজো ঘিরে উন্মাদনা তুঙ্গে... সপ্তমী থেকে নবমী পর্যন্ত বিশেষ 'ভোগ'






