Durga Puja Travel: Murshidabad Tourism: সপ্তাশ্বচালিত রথে আসীন বিগ্রহ, ছোট্ট ছুটিতে দেখতে আসুন মুর্শিদাবাদের শতাব্দী প্রাচীন সূর্য মন্দির

Last Updated:

Durga Puja Travel: Murshidabad Tourism:মানুষ এখানে আসেন দৈনন্দিন পুজো দিতে। আপনিও চাইলে দুর্গাপুজোর ছুটিতে একদিনের জন্য কাটিয়ে আসতে পারেন এই সূর্য মন্দির। সকালে চলে পুজো এবং প্রতি রবিবার হয় বিশেষ পুজো ।

+
নবগ্রামের

নবগ্রামের অমৃতকুণ্ড গ্রামে সুর্য মন্দির 

তন্ময় মণ্ডল, নবগ্রাম : মুর্শিদাবাদ তো যান অনেকেই! জানেন কি জেলায় আছে সূর্য মন্দির! ঘুরে আসুন একদিনের জন্য মন্দির। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হাতেগোনা মাত্র কয়েকটি সূর্য মন্দির রয়েছে। সূর্য দেবতার মন্দিরে তাঁর মূর্তি রয়েছে এমন মন্দিরের সংখ্যা আরও কম। কয়েক শতাব্দী আগে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের অমৃতকুণ্ড গ্রামে সূর্য দেবতার বিগ্রহ এবং মন্দির প্রতিষ্ঠা হলেও বিস্মৃতির অতলেই থেকে গেছে এই মন্দির।
অধিকাংশ মানুষই জানেন না মুর্শিদাবাদে কোথায় রয়েছে সূর্য দেবতার বিগ্রহ এবং তাঁর মন্দির। জানা গিয়েছে, কয়েক শো বছর আগেই নবগ্রাম ব্লকে বিভিন্ন জায়গায় এই অমৃতকুণ্ড গ্রামে তৈরি হয় এই সুর্য মন্দির। মানুষ এখানে আসেন দৈনন্দিন পুজো দিতে। আপনিও চাইলে দুর্গাপুজোর ছুটিতে একদিনের জন্য কাটিয়ে আসতে পারেন এই সূর্য মন্দির। সকালে চলে পুজো এবং প্রতি রবিবার হয় বিশেষ পুজো ।
advertisement
আরও পড়ুন : বাড়ির ‘এই’ দিকে ভুলেও রাখবেন না গণেশের বিগ্রহ! গণপতিকে দিন ‘এত’ গুলি মোদক! সিদ্ধিদাতার আশীর্বাদে অর্থসম্পদ ও সাফল্যে ভরবে জীবন!
মন্দিরের বর্তমান সেবায়েতরা জানাচ্ছেন, স্থানীয় মানুষের সহযোগিতায় বছর তিরিশ আগে তৈরি হয়েছে নতুন করে এই সুর্য মন্দির। যেখানে এখনও সূর্য দেবতার নিত্যসেবা করা হয়। পুরোহিত সুমন বলেন, ‘‘সূর্য দেবতার যে মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, তার মুখের একটু অংশ বহু বছর আগে ভেঙে গিয়েছে। এই মন্দিরে সপ্তাশ্ব চালিত রথের উপর আসীন রয়েছেন সূর্য দেবতা। তার সঙ্গে রথের চালক অরুণকে দেখতে পাওয়া যায়। পাশেই রয়েছে মা মাতঙ্গীর একটি মূর্তি।’’ একদিনের জন্য ঘুরে আসুন এই মন্দিরে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja Travel: Murshidabad Tourism: সপ্তাশ্বচালিত রথে আসীন বিগ্রহ, ছোট্ট ছুটিতে দেখতে আসুন মুর্শিদাবাদের শতাব্দী প্রাচীন সূর্য মন্দির
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement