Ganesh Chaturthi Astro Tips: বাড়ির ‘এই’ দিকে ভুলেও রাখবেন না গণেশের বিগ্রহ! গণপতিকে দিন ‘এত’ গুলি মোদক! সিদ্ধিদাতার আশীর্বাদে অর্থসম্পদ ও সাফল্যে ভরবে জীবন!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ganesh Chaturthi Astro Tips: প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ উৎসব শুরু হয়। ভগবান গণেশকে প্রথম উপাস্য দেবতা জ্ঞানেই পূজা করা হয়। আসলে প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভগবান গণপতির পূজা করে তবেই কোনও শুভ কাজ শুরু করা যেতে পারে
ভাদ্র মাস ভগবান গণেশকে উৎসর্গ করা হয়। এই মাসের চতুর্থী তিথি থেকে ভগবান গণপতির দশ দিনব্যাপী উৎসব শুরু হয়। সারা দেশ জুড়ে মহাসমারোহে পালিত হতে চলেছে গণেশ উৎসব। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভগবান গণেশ হলেন প্রথম পূজনীয় দেবতা। আর তাঁর পূজা করলে ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। যিনি খুশি হলে ভক্তদের কষ্ট-যন্ত্রণা দূর করেন। সেই সঙ্গে গণেশ উৎসবের সময় যদি কেউ নিজের বাড়িতে প্রথমবারের জন্য গণপতি বাপ্পার মূর্তি স্থাপন করেন, তাহলে তাঁর কিছু বিষয় মাথায় রাখা আবশ্যক।
advertisement
দেওঘরের জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানিয়েছেন, প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ উৎসব শুরু হয়। ভগবান গণেশকে প্রথম উপাস্য দেবতা জ্ঞানেই পূজা করা হয়। আসলে প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভগবান গণপতির পূজা করে তবেই কোনও শুভ কাজ শুরু করা যেতে পারে। চলতি বছর ২৭ অগাস্ট, বুধবার পড়েছে গণেশ চতুর্থী। এই দিন বাড়িতে ভগবান গণেশের মূর্তি স্থাপন ও পূজা হবে। তবে বাপ্পার মূর্তি কেনার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি, তা না হলে জীবনে ও সংসারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
advertisement
জ্যোতিষী বলেছেন, ভগবান গণপতি বাপ্পার সাদা ও লাল সিঁদুর রঙা মূর্তিই কেনা উচিত। এর পাশাপাশি বাপ্পার বিগ্রহ যেন ইঁদুরের উপর অধিষ্ঠিত থাকেন, সেটাও দেখে নিতে হবে। এছাড়া কেনার সময় মাথায় রাখতে হবে যে, বিগ্রহের এক হাত যেন আশীর্বাদের ভঙ্গিতে থাকে এবং তাঁর অন্য হাতে যেন মোদক বা লাড্ডু থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভগবান গণেশের মূর্তির শুঁড় যেন বাম দিকে ঝুঁকে থাকে, সেটাও দেখে নিতে হবে।
advertisement
advertisement