Durga Puja Travel : প্রাচীন মন্দির আর প্রকৃতির হাতছানি, বীরভূমের ছোট্ট ট্রিপে পুজোয় ঘুরে আসুন বক্রেশ্বর ধাম...

Last Updated:

Durga Puja Travel: বক্রেশ্বরের(Bareswar Dham) মূল আকর্ষণ হল শিব মন্দির, দেবী দুর্গা এবং উষ্ণ প্রস্রবণ(Bangla News)।

বেরিয়ে আসুন বক্রেশ্বর
বেরিয়ে আসুন বক্রেশ্বর
এই বক্রেশ্বরের মূল আকর্ষণ (Bangla News হল শিব মন্দির, দেবী দুর্গা এবং উষ্ণ প্রস্রবণ। এছাড়াও এখানে রয়েছে অজস্র ছোট ছোট শিব মন্দির, শ্মশান এবং বেশ কতকগুলি আশ্রম। বছরের বিভিন্ন সময়ে বক্রেশ্বরে জেলার বিভিন্ন জায়গায় ছাড়া ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আগমণ হয়ে থাকে।
advertisement
advertisement
মূলত উষ্ণ প্রস্রবণ, শিব মন্দির এবং মহিষাসুরমর্দিনী দেবী দুর্গার টানে এখানে পর্যটকদের আগমণ ঘটলেও বক্রেশ্বর পার্শ্ববর্তী এলাকায় (Bangla News বেশ কয়েকটি জায়গা ঘুরে নেওয়া যেতে পারে অল্প সময়ের মধ্যে।
বক্রেশ্বর ছাড়াও পার্শ্ববর্তী এলাকায় রয়েছে পাথরচাপুরি, যেখানে রয়েছে দাতা সাহেবের মাজার (Bangla News। এছাড়াও বক্রেশ্বর এসে অল্প সময়ের মধ্যে ঘুরে আসা যেতে পারে আরও একটি উষ্ণ প্রস্রবণ, রাজনগর ব্লকের তাঁতলই। ঘুরে দেখে নেওয়া যেতে পারে রাজনগর, যে রাজনগর একসময় ছিল বীরভূমের রাজধানী।
advertisement
এখানে বিভিন্ন সময় বিভিন্ন রাজারা তাদের শাসনকার্য চালিয়েছেন। এখনো এখানে পড়ে রয়েছে নানান স্থাপত্য রীতির নিদর্শন। বক্রেশ্বর এবং তার পার্শ্ববর্তী এলাকা ভ্রমণের ক্ষেত্রে বীরভূমের সদর শহর সিউড়ি থেকে সহজেই যানবাহন ভাড়া করে অথবা গণপরিবহণকে অবলম্বন করে যাওয়া যেতে পারে। সিউড়ি থেকে বক্রেশ্বর দূরত্ব ২২ কিলোমিটার। তবে একদিনে যদি কেউ বক্রেশ্বর ছাড়াও পার্শ্ববর্তী এলাকা ঘুরতে চান তাহলে তাকে নিজস্ব গাড়ি অথবা প্রাইভেট গাড়ি ভাড়া করে যেতে হবে।
advertisement
সম্প্রতি বক্রেশ্বর পর্যটন কেন্দ্রকে আরও সাজিয়ে তোলার জন্য বীরভূম জেলা প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, সম্প্রতি গড়ে উঠেছে কর্মতীর্থ। যেখানে বিভিন্ন হস্তশিল্পীদের হাতের কাজের জিনিসপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। বক্রেশ্বরে থাকা এবং খাওয়ার জন্য রয়েছে বেশ কিছু হোটেল।
advertisement
মাধব দাস
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja Travel : প্রাচীন মন্দির আর প্রকৃতির হাতছানি, বীরভূমের ছোট্ট ট্রিপে পুজোয় ঘুরে আসুন বক্রেশ্বর ধাম...
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement