Durga Puja Travel: বেড়াতে গিয়ে রাজবাড়িতে খাবার খেতে চাইছেন? আসুন এই ঠিকানায়... কলকাতার খুব কাছে

Last Updated:

থাকছে লম্বা চালের সাদা ভাত, ঘি, ৩ রকমের ভাজা, লেবু, স্যালাড, শুক্তো, ডাল, একটি তরকারি, মাছ, দেশি মুরগির মাংস, পাঁপড়, দই, মিষ্টি । এই সমস্ত খাবারগুলি বড় কাঁসার থালায় পরিবেশনের করার পাশাপাশি জলও দেওয়া হয় কাঁসার গ্লাসে।

+
ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম রাজবাড়ির রাজকীয় খাবার

ঝাড়গ্রাম : বেড়াতে এসে দুপুরের মধ্যাহ্নভোজন করতে চাইছেন রাজ বাড়িতে। বিশেষ অতিথি আপ্যায়নের সঙ্গে মধ্যাহ্নভোজনের পাশাপাশি পেয়ে যাবেন রাজকীয় খাবারের সুখ। রাজবাড়ির সুস্বাদু ১০ থেকে ১৫ রকমের পদের রান্না নিয়ে আপনার কাছে হাজির হবে রাজবাড়ির রাঁধুনীরা। বড় কাঁসার থালায় সাজানো থাকবে হরেক রকমের মুখরোচক রান্না। দেখে চোখের খিদের পাশাপাশি মিটবে আপনার পেটেরও খিদে।অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। সবুজ শাল জঙ্গলের টানে সারা বছরেই পর্যটকের রয়েছে আনাগোনা। তাই পর্যটকদের কথা মাথায় রেখে ঝাড়গ্রাম রাজবাড়িতে শুরু করা হয়েছে রাজকীয় থালি।
ঝাড়গ্রাম রাজবাড়ির ভেতরেই রাজ প্যালেস নামের অতিথিশালা রয়েছে। সেই অতিথিশালাতেই পাওয়া যাবে এই রাজকীয় থালির খাবার। যেখানে থাকছে লম্বা চালের সাদা ভাত , ঘি, বেগুন সহ ৩ রকমের ভাজা , লেবু , স্যালাড, শুক্ত , ডাল , একটি তরকারি , মাছ , দেশি মুরগির মাংস , পাঁপড়, দই , মিষ্টি । এই সমস্ত খাবারগুলি বড় কাঁসার থালায় পরিবেশনের করার পাশাপাশি জলও দেওয়া হয় কাঁসার গ্লাসে। আগেকার দিনে রাজা-মহারাজারা যে সমস্ত থালাবাসন ব্যবহার করত তারই ছোঁয়া রয়েছে এই রাজকীয় থালিতে।
advertisement
ঝাড়গ্রাম প্যালেসের ম্যানেজার রিমলি নন্দী বন্দ্যোপাধ্য়ায় বলেন, “রাজকীয় থালির খুবই চাহিদা রয়েছে। যে সমস্ত পর্যটক ঝাড়গ্রাম বেড়াতে আসছেন এবং  রাজবাড়ির অতিথিশালায় রাত্রি যাপন করছেন, তাঁরা কিন্তু দুপুরের মধ্যাহ্নভোজনে রাজকীয় থালি খাবার খেতে বেশি পছন্দ করেন। এছাড়াও যাংরা একদিনের জন্য ঝাড়গ্রাম বেড়াতে আসছেন তাঁরাও এই রাজকীয় থালির খাবার খেয়ে যাচ্ছেন”।
advertisement
advertisement
ঝাড়গ্রাম রাজ পরিবারের সদস্য বিক্রমাদিত্য মল্লদেব বলেন,”আগেকার দিনে রাজা-মহারাজারা কী ধরনের খাবার খেতেন এবং তা কীভাবে পরিবেশন করা হত, এই সমস্ত বিষয় পর্যটকদের কাছে তুলে ধরার জন্যই ঝাড়গ্রাম রাজবাড়ির পক্ষ থেকে রাজকীয় থালি শুরু করা হয়েছিল।বর্তমানে পর্যটকদের কাছে এই থালির খুব চাহিদা রয়েছে”।
পুজোয় যারা ঝাড়গ্রাম বেড়াতে আসার কথা ভাবছেন তাদের অবশ্যই চলে আসতে হবে ঝাড়গ্রাম রাজবাড়ি। তাহলে পেয়ে যাবেন  মধ্যাহ্নভোজনে এই রাজকীয় থালির খাবার। কেবলমাত্র রাজকীয় থালি নয়, তার পাশাপাশি রয়েছে বাঙালি থালি এবং জঙ্গলমহল থালির খাবারও।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja Travel: বেড়াতে গিয়ে রাজবাড়িতে খাবার খেতে চাইছেন? আসুন এই ঠিকানায়... কলকাতার খুব কাছে
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement