Purulia News: পুরুলিয়ার আদ্রা বাঙালি সমিতির দুর্গাপুজো, শতাধিক বছরের এক গর্বময় সাংস্কৃতিক ঐতিহ্য

Last Updated:

পুরুলিয়ার আদ্রা শহরের বুকে ১৯২০ সালে ব্রিটিশ শাসনের এক সন্ধিক্ষণে পঞ্চকোট রাজবংশের তৎকালীন রাজা জ্যোতিপ্রসাদ সিং দেওয়ের পৃষ্ঠপোষকতায় সূচিত এই পুজো এবার পদার্পণ করল গর্বের ১০৬ তম বর্ষে।

+
আদ্রা

আদ্রা বাঙালি সমিতি সার্বজনীন দুর্গাপুজো

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার আদ্রা শহরের বুকে ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত ‘আদ্রা বাঙালি সমিতি সার্বজনীন দুর্গাপুজো।’ ১৯২০ সালে ব্রিটিশ শাসনের এক সন্ধিক্ষণে পঞ্চকোট রাজবংশের তৎকালীন রাজা জ্যোতিপ্রসাদ সিং দেওয়ের পৃষ্ঠপোষকতায় সূচিত এই পুজো এবার পদার্পণ করল গর্বের ১০৬ তম বর্ষে।
সময়ের স্রোতে বদলে গেছে অনেক কিছু। কিন্তু এই পুজো আজও অটুট থেকে গেছে তার মূল আদলে, সাবেক ঐতিহ্য, আচার-অনুষ্ঠান এবং বাঙালিয়ানার আবহে।
advertisement
আধুনিক থিম, প্রযুক্তির ঝলক কিংবা কৃত্রিম চমক নয়, এই পুজোর মূল আকর্ষণ তার প্রাচীন ও আন্তরিক ঘরোয়া রূপ, যা প্রত্যেক দর্শনার্থীর মনে বাঙালির শিকড়ের সঙ্গে সংযোগ ঘটায়। মণ্ডপসজ্জা থেকে শুরু করে প্রতিটি আচার, অঞ্জলি, আরতির ধ্বনি, ধুনুচি নৃত্য ও সিঁদুর খেলায়, সর্বত্রই অনুভূত হয় এক অকৃত্রিম সাবেকিয়ানার ছোঁয়া। কৃত্রিমতা নয়, বরং হৃদয়ের উষ্ণতায় গড়ে ওঠা এই পুজো প্রতি বছরই এক নিঃশব্দ সংস্কৃতি চেতনার বার্তা বহন করে চলে। এই বছর পুজোর বাজেট প্রায় ৯ লক্ষ টাকা।
advertisement
তবে শুধুমাত্র অর্থের পরিমাণে নয়, আয়োজকেরা বিশ্বাস করেন, পরম্পরা, নিষ্ঠা ও শুদ্ধ সংস্কৃতির এই যাত্রা দর্শনার্থীদের হৃদয়ে যে গভীর ছাপ ফেলবে সেটিই এই পূজোর প্রকৃত মূল্যায়ন।
শতবর্ষ পার করা এই দুর্গাপুজো আজ শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি আদ্রা শহরের মাটিতে গেঁথে থাকা ইতিহাস, সংস্কৃতি ও আবেগের এক জীবন্ত নিদর্শন।
advertisement
প্রজন্ম থেকে প্রজন্মে বহমান এই পুজো যেন এক আত্মিক মিলনক্ষেত্র, যেখানে ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য একসঙ্গে মিলিত হয় অকৃত্রিম শ্রদ্ধায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: পুরুলিয়ার আদ্রা বাঙালি সমিতির দুর্গাপুজো, শতাধিক বছরের এক গর্বময় সাংস্কৃতিক ঐতিহ্য
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement