Durga Puja 2025: একই মণ্ডপেই ট্যুরিস্ট স্পট! পুরুলিয়ার ঘুরতে যাওয়ার জায়গাগুলো এক জায়গায় উঠে এল, দেখুন

Last Updated:

মহিলা পরিচালিত এই দুর্গাপুজো , ৫০ বছরে কামাল করে দিয়েছে!

+
পুরুলিয়ার

পুরুলিয়ার সুভাসপল্লি সিন্দারপট্টি সর্বজনীন দুর্গাপুজো

পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি : মাতৃ আরাধোনায় মেতে উঠেছে সকলে। শহর থেকে গ্রাম সকলেই আনন্দ উৎসবের আমেজে মাতোয়ারা। পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন থিমের পুজো হয়ে থাকে। তাদের মধ্যে নজর কাড়ে পুরুলিয়ার সুভাসপল্লি সিন্দারপট্টি সর্বজনীন দুর্গাপুজো কমিটি। কারণ এই পুজোয় দেখা যায় মাতৃ শক্তির আরাধনায়  পুরুষদের পাশাপাশি অগ্রণীর ভূমিকা পালন করেন নারীরা। কারণ নারী যে দশভুজার প্রতিচ্ছবি। কোনও অংশেই পিছিয়ে নেই নারীরা। ‌দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে সম্পূর্ণ মহিলাদের দ্বারাই এই দুর্গাপুজো হয়ে আসছে। এ-বছর তাদের সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে। এ বছর তাদের প্যান্ডেলের থিমের মধ্যে দিয়ে তারা পুরুলিয়ার পর্যটন শিল্পকে তুলে ধরেছেন।
এ বিষয়ে এই কমিটির সদস্য রিতা মুখোপাধ্যায় জানান , দীর্ঘ ১৭ বছর ধরে তারা এই পুজো করে আসছেন। এটি সম্পূর্ণ মহিলা পরিচালিত দুর্গাপুজো। তাদের এ-বছরের থিম দেখতে দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামছে। দর্শকদের বিরাট সাড়া পেয়েছেন তারা।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
এ বিষয়ে এক দর্শনার্থী স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন , এই মণ্ডপে এসে তাঁর ভীষণই ভাল লেগেছে। ‌একেবারে অন্যরকম ভাবে উপস্থাপনা হয়েছে এই পুজোর। তিনি খুবই খুশি এই পুজোকে ঘিরে।
ছেলেদের পাশাপাশি সমানভাবে এগিয়ে চলেছে মহিলারা। কারণ মহিলারাও কোন অংশে পিছিয়ে নেই। ‌ তাই এবার মহিলা পরিচালিত দুর্গাপুজো সুভাসপল্লি সিন্দারপট্টি সর্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গাপুজো দর্শনার্থীদের মধ্যে বিরাট উন্মাদনা সৃষ্টি করেছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: একই মণ্ডপেই ট্যুরিস্ট স্পট! পুরুলিয়ার ঘুরতে যাওয়ার জায়গাগুলো এক জায়গায় উঠে এল, দেখুন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement