Durga Puja 2025 :কুমারী পুজো থেকে বিজয়া শোভাযাত্রা, সবই এখন লাইভ! এই ব্যবসায়ীদের পকেটে ঢুকছে মোটা টাকা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
শুধু লাইভেই কাজ থেমে নেই। তার পরেও তৈরি হচ্ছে হাইলাইট ভিডিও, রিল। যা সোশ্যাল মিডিয়ায় আরও দর্শক টানছে।
এগরা, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি : উৎসব মানেই এখন শুধু মণ্ডপে গিয়ে দেখা নয়, বরং সোশ্যাল মিডিয়ার পর্দায়ও সমানভাবে উপভোগ করা। প্রতিটি পুজো কমিটি চাইছে তাদের আয়োজন সবার সামনে তুলে ধরতে। তাই মণ্ডপের সাজসজ্জা, প্রতিমার শিল্পকলা, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা বিজয়ার শোভাযাত্রা – সবকিছুই এখন ক্যামেরার চোখে বন্দি করা হচ্ছে আর সরাসরি সম্প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর এই প্রবণতাই বদলে দিচ্ছে স্টুডিও ব্যবসার গতিপথ।
পূর্ব মেদিনীপুর জেলার এগরার এক স্টুডিও ব্যবসায়ী সৌরভ জানা বলেন, সারা বছর তেমন চাহিদা না থাকলেও পুজোর কয়েকটা মাস বেশ চাহিদা। সারা বছরের রোজগারের এই পুজোর কয়েকটা মাসে। এখন নাওয়া-খাওয়ার সময় নেই। আগে স্টুডিও মানে ছিল বিয়ে, জন্মদিন বা ছোটখাটো অনুষ্ঠান। এখন সময় বদলেছে। দুর্গাপুজো এলেই একের পর এক কমিটি থেকে ফোন আসে লাইভ কভারেজের জন্য। অষ্টমীর কুমারী পুজো, নবমীর সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা দশমীর শোভাযাত্রা, প্রত্যেকটির জন্য আলাদা আলাদা সময়ে বুকিং হচ্ছে।
advertisement
advertisement
ফলে পুজোর আগেই কর্মীদের রাতদিন এক হয়ে যাচ্ছে সরঞ্জাম টেস্টিং, ক্যামেরা, লাইট, অডিও মেরামতি আর ইন্টারনেট সংযোগ মজবুত করার কাজে। প্রযুক্তির ব্যবহারও বদলাচ্ছে। আগে যেখানে সাধারণ একটি মোবাইল ফোনে লাইভ হত, এখন ব্যবহার হচ্ছে মাল্টি–ক্যামেরা সেটআপ, সুইচার, সাউন্ড মিক্সার। অনেকে গ্রাফিক্সের মাধ্যমে কমিটির নাম, স্পনসরের লোগো কিংবা লাইভে দর্শকের মন্তব্যও তুলে ধরছেন। বিজয়ার সময় অনেক জায়গায় ড্রোন শট নেওয়া হচ্ছে, যাতে মণ্ডপ ও শোভাযাত্রার পুরো দৃশ্য আরও আকর্ষণীয়ভাবে ধরা যায়।
advertisement
শুধু লাইভেই কাজ থেমে নেই, তার পরেও তৈরি হচ্ছে হাইলাইট ভিডিও, ছোট ছোট রিল, যেগুলি সোশ্যাল মিডিয়ায় আরও দর্শক টানছে। এই ছবির অন্যতম মুখ এগরার সৌরভ জানা। দু’এক বছর আগে শুরু করেছিলেন স্টুডিও ব্যবসা। প্রথমে ভেবেছিলেন সারা বছর কাজ কম থাকলে ব্যবসা টিকবে না। কিন্তু দুর্গাপুজো এসে তাঁর ধারণা বদলে দিয়েছে। এখন প্রতি বছর একের পর এক পুজো কমিটি থেকে বায়না আসে। ক’দিন ঘুমহীন রাত কাটিয়ে লাইভ কভারেজ সামলাতে হয় তাঁকে ও তাঁর কর্মীদের। তবে এই সময়কার আয়ই তাঁর স্টুডিওকে সারা বছর সচল রাখে।
advertisement
চাহিদা বাড়ার ফলে কর্মসংস্থানও তৈরি হচ্ছে। অনেক তরুণ-তরুণী অস্থায়ীভাবে ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট, লাইট অপারেটর বা সোশ্যাল মিডিয়া মডারেটর হিসেবে কাজ করছেন। এতে যেমন স্টুডিওর কাজ সহজ হচ্ছে, তেমনই নতুনদের হাতেকলমে শেখার সুযোগও তৈরি হচ্ছে। সবশেষে বলা যায়, দুর্গাপুজো আজ আর মণ্ডপে সীমাবদ্ধ নয়। প্রযুক্তির হাত ধরে তা ছড়িয়ে পড়ছে দেশ–বিদেশে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাড়ার পুজোর আয়োজন এখন প্রবাসী আত্মীয় কিংবা বিদেশে থাকা বন্ধুদের চোখেও সমান আনন্দের উৎস। এই প্রবণতা যেমন সাধারণ দর্শককে আনন্দ দিচ্ছে, তেমনই ছোট ছোট স্টুডিও মালিকদের জন্যও খুলে দিচ্ছে নতুন রোজগার ও নতুন স্বপ্নের দরজা। মণ্ডপের আলো যেমন চারপাশ আলোকিত করে তোলে, তেমনই সোশ্যাল মিডিয়ার আলো আজ অনেক স্টুডিওর জীবন ও ভবিষ্যৎকেও আলোকিত করছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 2:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 :কুমারী পুজো থেকে বিজয়া শোভাযাত্রা, সবই এখন লাইভ! এই ব্যবসায়ীদের পকেটে ঢুকছে মোটা টাকা