চায়ের কাপে ভয়ঙ্কর খেলা! ঘুমপাড়ানি চা খাইয়ে এক প্রেমিকের সঙ্গে উধাও দুই জা
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
গতকাল সন্ধ্যা থেকেই বাড়ির বড় বউ কুলচান মল্লিক ছোট বউ নাজমা মন্ডল এক মেয়েকে নিয়ে আরিফের সঙ্গে চম্পট দিয়েছেন।
বনগাঁ, উত্তর ২৪ পরগণা, অনিরুদ্ধ কির্তনীয়া : শ্বশুর , শাশুড়ি এবং তিন মেয়েকে বেহুঁশ করে অন্য যুবকের সঙ্গে চম্পট দুই গৃহবধূর। চায়ের সঙ্গে অচৈতন্য করার ওষুধ মিশিয়ে তাদের অচেতন করা হয়েছে। তারপর এক যুবকের সঙ্গে চম্পট দিয়েছে একই বাড়ির দুই গৃহবধূ। এই ঘটনার পরে থানার দ্বারস্থ হয়েছে স্বামী। অন্যদিকে স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন অভিযুক্ত যুবকের স্ত্রী।
উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মালিদা গ্রামের ঘটনা। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা ইয়াসিন শেখ ও তার ভাই আনিসুর শেখ। ওই দুনের স্ত্রীর সঙ্গেই গ্রামের আরিফ মোল্লার প্রণয়ের সম্পর্ক ছিল। তারপর সোমবার সন্ধ্যায় আনিসুর গ্যারেজের কাজ সেরে বাড়ি ফিরে দেখতে পান, তার বাবা, মা ও তিন মেয়ে অচেতন হয়ে রয়েছে। বাড়িতে নেই স্ত্রী, বৌদি ও এক মেয়ে। পরবর্তীতে বাবা-মা তিন মেয়েকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
advertisement
মঙ্গলবার সকালে জ্ঞান ফিরলে তাঁর বাবা মা জানান, গতকাল সন্ধ্যায় আরিফ এসে দুই বউয়ের কাছে কিছু একটা দিয়ে গিয়েছিল। তারপরেই চা বানিয়ে দিয়েছিল দুই বউ। সেই চা খাওয়ার পর থেকেই তারা অচেতন হয়ে পড়েছেন। তারপর গতকাল সন্ধ্যা থেকেই বাড়ির বড় বউ কুলচান মল্লিক ছোট বউ নাজমা মন্ডল এক মেয়েকে নিয়ে আরিফের সঙ্গে চম্পট দিয়েছেন। এই বিষয়ে মঙ্গলবার আনিসুর বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
advertisement
এই বিষয়ে আনিসুর শেখ জানিয়েছেন, এর আগেও বড় বৌদি ও তার স্ত্রীকে নিয়ে আরিফ মোল্লা পালিয়ে ছিলেন। বাড়িতে ছোট বাচ্চাদের কথা ভেবে ফেরত নিয়ে আসা হয়েছিল। এবার চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে বাবা-মা, দাদার দুই মেয়ে ও তার এক মেয়েকে অচেতন করে দুই বউকে নিয়ে পালিয়েছে আরিফ। আরিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন আনিসুর। আরিফের শাস্তির দাবি তুলেছেন আনিসুরের বাবা-মাও।
advertisement
অন্যদিকে আরিফের স্ত্রী সোনিয়া মোল্লা জানিয়েছেন, আরিফ এবং ওই দুই বউয়ের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমি সেটাই চাই। আমার একটা জীবন আছে। আমার বাচ্চাদের জীবন আছে। আমি জানতাম ওঁদের সঙ্গে সম্পর্ক আছে। দুই বউকে একসঙ্গে নিয়ে পালিয়েছে আরিফ। আরিফের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমি সেটাই চাই । লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 1:21 PM IST