#পুরুলিয়া: পাড়ার আবেগ। ক্লাবের প্রেস্টিজ। চুরানব্বই বছরের ঐতিহ্য ভাঙা এত সহজ নয়। তাই পুজো হবে। তবে পুরুলিয়ার অন্যতম বিগ বাজেটের নডিহা দুর্গোৎসব কমিটির পুজো এবার নেহাতই সাদামাটা। পুজো লাইভ দেখা যাবে সোশাল মিডিয়ায়।
একটা শব্দ, করোনা। জীবনের আনাচে-কানাচে আজ তার উপস্থিতি। কখনও প্রত্যক্ষ। কখনও পরোক্ষে। বাঙালির শ্রেষ্ঠ উৎসবেরও রেহাই নেই। কোভিড গাইডলাইন মেনে নিউ নর্মালে পুজো এবার সমঝোতার। সমঝোতার পথে পুরুলিয়ার নডিহা বারোয়ারি দুর্গাপূজা কমিটি।
জেলার অন্যতম বিগ বাজেট পুজো এবার সাদামাটা। বাজেট গতবারের থেকে প্রায় এক তৃতীয়াংশ। বাড়ি, বাড়ি চাঁদা তোলা বন্ধ। নিজের ইচ্ছেয় কেউ আর্থিক সাহায্য করলে, সেই টাকায় পুজো করার সিদ্ধান্ত। প্রতিমা থেকে আলোকসজ্জা। মণ্ডপ থেকে সাউন্ড । সবেতেই নির্মম কাটছাঁট।
বাজেট কমলেও, রীতিনীতির অন্যথা হবেনা। সংক্রমণ এড়াতে মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ করা হবে। মাস্ক বাধ্যতামূলক। বিসর্জন হবে দিনেরবেলা।
ষষ্ঠী থেকে দশমী। পুজো দেখা যাবে ফেসবুক লাইভে। চুরানব্বই বছরে পা দেওয়া পুজোর সামনে এবার নতুন চ্যালেঞ্জ।